কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে : পরীমণি

বিনোদন ডেস্ক : পারিবারিক জীবনের নানা গল্প, ভালো লাগা, আবেগ সবটাই ভক্তদের সঙ্গে শেয়ার করেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। পরীমণি ব্যক্তিগত জীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন পরীমণি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে ও মেয়েকে নিয়েই সময় কাটছে তার।
ছবি শেয়ার করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে।’ তার কথায়, ‘গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসলো। কি লাগে জীবনে আর! শুকরিয়া খোদা।’
আরও পড়ুনদোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে উল্লেখ করে লিখেছেন, ‘আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’
মন্তব্য করুন