নিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩১ দুপুর
রংপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব উদ্বোধন

রংপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব উদ্বোধন
রংপুর জেলা প্রতিনিধি: বিএফএফ-সমকাল ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্কের রংপুর জেলা উৎসব শুরু হয়েছে।বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি’ স্লোগোনে বিভাগীয় নগরী রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় হলরুমে উৎসব শুরু হয়।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি প্রেসক্লাব রংপুরের সিনিয়র সহ-সভাপতি এস এম খলিল বাবু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবনসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সমকাল রংপুর অফিস প্রধান স্বপন চৌধুরীর সঞ্চালনায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে বিচারকের দায়িত্ব পালন করছেন বীর উত্তম শহীদ সামাদ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জিয়াউর রহমান, স্বপ্নচূড়া স্কুলের শিক্ষক শেখ ফরিদ অভি ও বড়বাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাছিমা হক।
এসময় মডারেটরের দায়িত্ব পালন করছেন শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হামীম। প্রতিযোগিতায় রংপুর জেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মন্তব্য করুন