ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

পিএসজি ছেড়ে ম্যানসিটিতে দোন্নারুম্মা

জানলুইজি দোন্নারুম্মা।

স্পোর্টস ডেস্কঃ  পিএসজির গোলপোস্টে চার বছর ধরে নির্ভরতার আরেক নাম ছিলেন জানলুইজি দোন্নারুম্মা। একের পর এক সাফল্যের নায়ক এই ইতালিয়ান গোলরক্ষক ছিলেন কোচদের প্রথম পছন্দ। কিন্তু নতুন মৌসুম শুরুর আগে হঠাৎই বদলে যায় দৃশ্যপট। কোচ লুইস এনরিকে তার ওপর থেকে আস্থা হারান, মূল একাদশেও জায়গা হারান দোন্নারুম্মা। তখন থেকেই গুঞ্জন—তিনি পাড়ি জমাতে পারেন ইংল্যান্ডে।

শেষ পর্যন্ত সেই জল্পনারই অবসান ঘটল। ম্যানচেস্টার সিটি মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দোন্নারুম্মার দলবদল। পাঁচ বছরের চুক্তিতে এই ইতালিয়ান গোলরক্ষক এখন সিটিজেনদের অংশ।

যদিও ক্লাব দুটি আনুষ্ঠানিকভাবে ট্রান্সফার ফি প্রকাশ করেনি, তবে ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় তিন কোটি পাউন্ডে দোন্নারুম্মাকে দলে টেনেছে ম্যানচেস্টার সিটি।

২০২১ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্স করে বিশ্বমঞ্চে নিজেকে জানান দেন দোন্নারুম্মা। সেবার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ইতালি, যার মূল কৃতিত্ব ছিল এই তরুণ গোলরক্ষকের। এরপরই তিনি এসি মিলান ছাড়েন এবং যোগ দেন পিএসজিতে।

আরও পড়ুন

প্যারিসে চার মৌসুমে তিনটি লিগ আঁ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা জেতেন তিনি। তবে গত মৌসুম শেষে কোচ লুইস এনরিকে যখন তাকে একাদশ থেকে সরিয়ে দেন, তখনই তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত নতুন ঠিকানা খুঁজে নিলেন ইংল্যান্ডেই।

দোন্নারুম্মার ম্যানচেস্টার সিটিতে আসার পথটা আরও সহজ হয়েছে দলের অভিজ্ঞ গোলরক্ষক এদেরসনের বিদায়ে। তুর্কি ক্লাব ফেনারবাচেতে পাড়ি জমিয়েছেন ৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।

এরই মধ্যে গ্রীষ্মকালীন দলবদলে বার্নলি থেকে জেমস ট্রাফোর্ডকে প্রায় ২৭ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ায় সিটি। তবে সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগ ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলে হার, এবং বিশেষ করে দ্বিতীয় গোলটিতে সরাসরি ট্রাফোর্ডের ভুলই হয়ত দোন্নারুম্মাকে দ্রুত একাদশে জায়গা করে দিতে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পাঁচ প্রতিষ্ঠানে যাতায়াতে জনদুর্ভোগ, মাত্র ২০০ মিটার রাস্তা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে সুপারভাইজার নিহত

নাটোরে চিকিৎসককে গলা কেটে হত্যাকান্ডের রহস্য উদঘাটন, প্রেমের সম্পর্ক ও চাকরিচ্যুত করার ক্ষোভ

বগুড়ায় শাজাহানপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে আট মাসে ৯১ অভিযান জরিমানা ১৬ লাখ টাকা