ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে আহত জেলের মৃত্যু

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে আহত জেলের মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বঙ্গোপসাগরে জলদস্যুদের করা গুলিতে সৌরাভ হোসেন (৪০) নামে এক জেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গুলিবিদ্ধ দুইজনসহ অন্য আহতরা হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নিহত সৌরাভ হোসেন হাতিয়ার পশ্চিম সোনাদিয়া গ্রামের সায়েদুল হকের ছেলে।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সৌরভের মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন

জানা গেছে, গত ২২ আগস্ট বঙ্গোপসাগরে ১৪ জন জেলে নিয়ে মাছ ধরতে যায় হাতিয়ার সূর্যমূখীর মাসুম বিল্লার একটি ট্রলার। মাছ ধরা অবস্থায় গত শুক্রবার ভোরে তাদের ট্রলারে হামলা চালায় একদল জলদস্যু। এ সময় কয়েকজন দস্যু জেলেদের ট্রলারে উঠে পড়ে। এক পর্যায়ে জেলেরা ট্রলার নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে দস্যুরা ট্রলারের সারেং ইমরান মাঝির হাতে কুপিয়ে ও এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে সৌরভ, মালেক, ইরাক গুলিবিদ্ধসহ ট্রলারে থাকা প্রায় সবাই আহত হয়। এ সময় দস্যুরা ট্রলারে থাকা মাছ, জাল ও বরফগুলো লুট করে নিয়ে যায়।

পরবর্তীতে মাছ ধরার ট্রলারটি ঘাটে ফিরে আসলে আহত সবাইকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে লোকজন। সেখানে সৌরাভের অবস্থার অবনতি হলে তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। সোমবার রাতে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, এ ঘটনায় ট্রলারের মালিক মাসুম বিল্লাহ বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পাঁচ প্রতিষ্ঠানে যাতায়াতে জনদুর্ভোগ, মাত্র ২০০ মিটার রাস্তা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে সুপারভাইজার নিহত

নাটোরে চিকিৎসককে গলা কেটে হত্যাকান্ডের রহস্য উদঘাটন, প্রেমের সম্পর্ক ও চাকরিচ্যুত করার ক্ষোভ

বগুড়ায় শাজাহানপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে আট মাসে ৯১ অভিযান জরিমানা ১৬ লাখ টাকা