পঞ্চগড়ের বোদায় দুটি প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিএসটিআই অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে দু’টি খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনী বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদের নেতৃত্বে যৌথবাহিনী ও প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চন্দনবাড়ী এ মিস্টার ফুড বেকারি এন্ড কনফেকশনারির মালিককে ২০ হাজার টাকা এবং বোদা পৌর শহরের দাড়ীপাড়া গ্রামের নর্থ বেঙ্গল মুড়ির মিলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। একইসাথে মুড়ির মিলে উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদন ছাড়া খাদ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ও প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের পরই উৎপাদন কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনসেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ বলেন, অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উভয় প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন হচ্ছিল এবং কোনো ধরনের অনুমোদনও ছিল না। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন