ব্যাংকেশিউরেন্স সেবা বিস্তারে ইবিএল, শান্তা লাইফ পার্টনারশীপ

ক্যাপশনঃ নিজস্ব ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের উদ্ভাবনী ইন্স্যুরেন্স সেবা প্রদানের লক্ষ্যে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে পার্টনারশীপ সমঝোতা স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক। ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এবং প্রধান ব্যাংকেশিউরেন্স কর্মকর্তা এম. খোরশেদ আনোয়ার এবং শান্তা লাইফ ইন্স্যুরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান বিতরণ কর্মকর্তা এম. খুরশীদ কায়সার সম্প্রতি (২৬ আগস্ট ২০২৫) ব্যাংকের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ইবিএল লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান শারমিন আতিক, ব্যাংকেশিউরেন্স ও স্টুডেন্ট ব্যাংকিং প্রধান মোঃ রকিব; শান্তা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী নাফিজ আখতার আহমেদ এবং ব্যাংকেশিউরেন্স বিভাগ প্রধান মুশফিকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন