ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

থালাপতি বিজয়ের নামে মামলা

থালাপতি বিজয়ের নামে মামলা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : জনপ্রিয় তামিল অভিনেতা ও তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়সহ তার কয়েকজন বাউন্সারের বিরুদ্ধে মামলা হয়েছে। পেরামবালুর থানায় এ মামলা দায়ের করেছেন শরৎ কুমার নামে এক ব্যক্তি। 

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ডেকান হেরাল্ড জানায়, ওই কর্মীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়, বিশাল সমাবেশ চলাকালে বিজয়ের বাউন্সাররা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। গত ২১ আগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে তামিলাগা ভেটরি কাজাগমের জনসভায় যোগ দিয়েছিলেন সুপারস্টার বিজয়। তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন লাখ লাখ মানুষ।

উৎসাহী কয়েকজন র‌্যাম্পে উঠে পড়েন। তাদের ধাক্কা দিয়ে র‌্যাম্প থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে। এ ঘটনার পর পেরামবালুর জেলার পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ দায়ের করেন শরৎকুমার। তার অভিযোগ, বিজয়ের নিরাপত্তাকর্মীরা তাকে জনসভার সময় মঞ্চ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ১৮৯(২), ২৯৬(বি) এবং ১১৫(আই) ধারায় মামলা দায়ের হয়েছে। বিজয় ছাড়া আরো ১০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর জনসভার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা চলছে। প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা বিনোজ পি সেলভাম বলেন, ‘সমাবেশে মানুষের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা দেখেই বোঝা যায় বিজয় কেমন নেতা।

আরও পড়ুন

এটা তার স্বভাবেরই প্রতিফলন; যারা তাকে দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, তাদের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই।’ তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিজয় কিংবা তার রাজনৈতিক দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টার নাইটে অতিথি অপি করিম

সূর্যমুখী তেল কি আপনার জন্য ক্ষতিকর?

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

অক্টোবরে আন্তর্জাতিকতায় প্রবেশ করছে কক্সবাজারে বিমানবন্দর: শেখ বশিরউদ্দীন

চাঁদা না পেয়ে মসজিদের ইমাম ও তার স্ত্রীকে পিটিয়ে জখম

সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া