ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

২৫ অতিরিক্ত বিচারকের শপথ পড়ালেন প্রধান বিচারপতি

২৫ অতিরিক্ত বিচারকের শপথ পড়ালেন প্রধান বিচারপতি, ছবি: সংগৃহীত।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য প্রাথমিকভাবে দুই বছরের জন্য নিয়োগপ্রাপ্ত ২৫ জন অতিরিক্ত বিচারককে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথবাক্য পাঠ করানো হয়।

এসময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা এবং নবনিযুক্ত বিচারপতিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত ২৫ আগস্ট রাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য প্রাথমিকভাবে দুই বছরের জন্য ২৫ জনকে বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় সচিব শেখ আবু তাহেরের সই করা প্রজ্ঞাপন জারি করা হয়।  

আরও পড়ুন

প্রজ্ঞাপনে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক নিম্নের ১ থেকে ২৫ ক্রমিকে উল্লিখিত ২৫ (পঁচিশ) জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক ২ বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন।’ এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাপাথর পরিদর্শনে মন্ত্রিপরিষদ বিভাগের পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

মানিকগঞ্জে ৮ মাসে ডেঙ্গু আক্রান্ত ৫৪৯ জন

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই: সালাহউদ্দিন

ভারতে প্রবেশের সময় শার্শা সীমান্তে ৭ বাংলাদেশি আটক

শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ-বন্ধ যান চলাচল

জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিতে কাজ করবে ওআইসি