ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

জামিনে বের হয়ে অপরাধীরা আবারও অপরাধ করছে : র‌্যাব

ছবি : সংগৃহীত,জামিনে বের হয়ে অপরাধীরা আবারও অপরাধ করছে : র‌্যাব

অপরাধীদের গ্রেফতারের পর জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

সোমবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ এ তথ্য জানান। 

তিনি বলেন, গ্রেফতারের পর জামিন পেয়ে একই অপরাধীরা বারবার অপরাধ করছে। জেনেভা ক্যাম্পের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীদের একাধিকবার গ্রেফতার করা হলেও তারা জামিনে বেরিয়ে আবার অপরাধ করছে। তাদের ধরতে অভিযান চলছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে অনেকেই পরিস্থিতি খারাপের চেষ্টা করছে, সেটিও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

থানা থেকে লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র কয়েক হাত বদল হওয়ায় বছর পার হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। অপরাধীরা এসব অস্ত্র দিয়ে অপরাধ করলেও নিয়ন্ত্রণে চেষ্টা করছে র‍্যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শর্তে মিলবে পিতৃত্বকালীন ছুটি

পাবনার ফরিদপুরে আগুনে পুড়ল ৮টি ঘর

শার্শায় ভাবিকে ধর্ষণচেষ্টায় স্পর্শকাতর অঙ্গ হারালেন দেবর

ডাকসুতে ২৮ পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি

মুকাকুর এই সময়

নাটোরের বাগাতিপাড়ায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২