ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

জাপানের আন্তর্জাতিক ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করলো বিকেএসপি

জাপানের আন্তর্জাতিক ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করলো বিকেএসপি

স্পোর্টস ডেস্কঃ জাপানের ফুফুওয়ারা টকাই বিশ্ববিদ্যালয়ে সাঁতার সকার ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী বিকেএসপি অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ১৬ আগস্ট শেষ খেলায় ২-২ গোলে ড্র করেছে। প্রতিদ্বন্দিতা পূর্ণ ম্যাচটিতে বিকেএসপি দুইবার পিছিয়ে গিয়েও ভালো খেলে ম্যাচটি ড্র করেছে। বিকেএসপির পক্ষে অধিনায়ক ফয়সাল এবং অপু  গোলগুলো করেন।  
 
জাপানগামী বিকেএসপি বিকেএসপি অনূর্ধ্ব-১৭ ফুটবল দল জাপানের ফুকুওকাতে ৩ টি খেলায় অংশ গ্রহণ করে প্রথম খেলায় জাপানের টকিয়া দলকে ১-০ গোলে জয়, দ্বিতীয় খেলায় গতবারের চ্যাম্পিয়ন ওকাইয়ামার নিকট ৫-২ গোলে পরাজয় এবং তৃতীয় খেলায় কাগোশিমা দলের সাথে ২-২  গোলে ড্র করে ২০২৬ সালের মার্চ মাসে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। 
 
মূলত এই উদ্দেশ্যেকে সামনে রেখেই বিকেএসপি দল গত ১২ আগস্ট জাপান গমন করে। বিকেএসপি দল নিজেদের তিনটি খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দৃষ্টিনন্দন খেলা উপহার দেয়ায় এবং খেলা আন্তর্জাতিক সমকক্ষ হওয়ায় আয়োজক কমিটি বিকেএসপিকে আগামী বছরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সুপারিশ করেছেন। দলের কোচের দায়িত্ব পালন করেন বিকেএসপি’র প্রধান কোচ হাসান আল মাসুদ ও জাইকার জাপানী কোচ কাই তাগুচি। 
 
উন্নত ফুটবল খেলুড়ে দেশের সাথে এই ধরনের প্রতিযোগিতায় খেলার সুযোগ সৃষ্টি করেতে পারলে তা প্রশিক্ষনার্থীদের দক্ষতা বৃদ্ধিতে খুবই সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। 
 
উল্লেখ্য, অনেকদিন পর বিকেএসপি’র সম্পূর্ণ অর্থায়নে ফুটবল দলটিকে জাপানে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক জাহিদ

রাজশাহীতে দুই সহযোগীসহ গ্রেফতার অনিন্দ্য ৫ দিনের রিমান্ডে

ভোরের দর্পণ পত্রিকার বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার ইলিয়াসের মায়ের ইন্তেকাল

সালাহ্উদ্দিন লাভলুর নুতন ধারাবাহিক ‘ফুলগাঁও’তে তারা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তিন থানায় নতুন ওসি

র‌্যাব-১৩’র অভিযানে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেফতার