শেখ মুজিবুর রহমানকে স্মরণ করায় তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি

ঢাবি প্রতিনিধিঃ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও শ্রদ্ধা জানানোর কারণে দেশের একাধিক জনপ্রিয় সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব বয়কটের মুখে পড়েছেন। তাদের বিরুদ্ধে 'কালচারাল ফ্যাসিস্ট' অভিযোগ তুলে ঢাবির টিএসসিতে জুতা নিক্ষেপ কর্মসূচির ডাক দিয়েছে বিক্ষুব্ধ একদল ছাত্র-জনতা।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি পোস্টার। সেখানে লেখা হয়েছে— ‘কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন’, ‘শহীদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করে এদের চিনে রাখুন’।
আরও পড়ুনপোস্টারে যাদের ছবি সংযুক্ত করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন— গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, সিয়াম (এসপি ক্রিয়েশন), জাহের আলভি, অরুণা বিশ্বাস, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, ফারাবি হাফিজ, পিয়া জান্নাতুল, আরস খান, খাইরুল বাসার, ইরফান সাজ্জাদ, সাকিব খান, স্বাধীন, পারসা মেহেজাবিন, কচি খন্দকার এবং মেহের আফরোজ শাওন প্রমুখ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই একে সংস্কৃতির উপর আক্রমণ বলে মন্তব্য করছেন, আবার কেউ কেউ এই কর্মসূচিকে শহীদদের প্রতি অবমাননার জবাব হিসেবে সমর্থনও জানিয়েছেন।
মন্তব্য করুন