ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

ভুয়া ‘থানা’ খুলে ভারতে গ্রেপ্তার সাবেক তৃণমূল কংগ্রেস নেতা

ভুয়া ‘থানা’ খুলে ভারতে গ্রেপ্তার সাবেক তৃণমূল কংগ্রেস নেতা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশে ভুয়া দূতাবাসের পরে এবারে ভুয়া ‘পুলিশ অফিস’-এর সন্ধান পেয়েছে পুলিশ। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে নয়ডা পুলিশ।

এরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং এদের ‘মাথা’ বলে যার কথা জানিয়েছে পুলিশ, তিনি একসময়ে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন।পশ্চিমবঙ্গের বীরভূম জেলার আদি বাসিন্দা, বিভাস অধিকারী নামে ওই ব্যক্তির নাম এর আগে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও জড়িয়ে ছিল।

ওই ভুয়া থানা থেকে জাল করা পুলিশের প্রতীক, পরিচয় পত্র, সিল, প্যাড ইত্যাদি উদ্ধার করা হয়েছে।

ভুয়া থানার ‘আন্তর্জাতিক’ নাম

নয়ডা পুলিশ জানিয়েছে যে ওই ভুয়া সংস্থার নাম দেওয়া হয়েছিল ‘ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো’। সংস্থাটির একটি ওয়েবসাইট আছে।

ভারতের পুলিশ যে লাল আর নীল রঙ ব্যবহার করে তাদের থানা ও বিভিন্ন অফিসে, এই ভুয়া সংস্থাটিও ঠিক সেরকমই রঙ ব্যবহার করে সাইনবোর্ড বানিয়েছিল।

সংস্থার ‘রেজিস্ট্রেশন’ হিসাবে তারা সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের নিবন্ধনের যে প্রক্রিয়া, সেই অনুযায়ী ২০২৫ সালেই উত্তরপ্রদেশে নিজেদের ‘সংস্থা’টিকে রেজিস্ট্রি করিয়েছিল।

নিজেদের ওয়েবসাইটে তারা পরিচয় হিসাবে লিখেছে ‘একটি আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা’।

আবার তাদের ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ‘ইউরেশিয়া পোল’ সহ নানা দেশের ‘রেজিস্ট্রেশন’-এর উল্লেখ আছে। ভারত সরকারের তিনটি মন্ত্রণালয়েরও রেজিস্ট্রেশন আছে বলে উল্লেখ আছে ওই ওয়েবসাইটের মূল পৃষ্ঠায়।

এছাড়াও নানা মানবাধিকার সংগঠন, সংবাদমাধ্যমের পরিচয়পত্র ইত্যাদিও পাওয়া গেছে।

তবে ওইসব রেজিস্ট্রেশনের বেশিরভাগই আসলে স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে কাজের প্রশংসাপত্র। এগুলির কোনোটাই কোনো ধরনের অপরাধের তদন্তের কাজ নয়। যুক্তরাজ্যের রেজিস্টেশনটি আবার বাণিজ্যিক কোম্পানি হিসাবে করা।

নয়ডার সেন্ট্রাল জোনের ডেপুটি পুলিশ কমিশনার শক্তিমোহন অবস্থী সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘ধৃত ছয়জন ভুয়া পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তা সেজে একটা সমান্তরাল ব্যবস্থা গড়ার চেষ্টা করছিল।’

ধৃতদের ব্যাপারে তিনি বলেছেন যে প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। বিভাস অধিকারীর ছেলেও রয়েছেন ধৃতদের মধ্যে। ‘একজন আইনের স্নাতক, একজন এমবিএ করেছে বাকি চারজন ১২শ শ্রেণি পাশ করেছে,’ জানিয়েছেন শক্তিমোহন অবস্থী।

কীভাবে ধরা পড়ল ভুয়া ‘পুলিশ’?

পুলিশ বলছে গোপন সূত্রে তারা এই ভুয়া সংস্থাটির ব্যাপারে খবর পায়। নয়ডার সেক্টর ৭০-এ ১০-১৫ দিন আগে এরকম একটা সংস্থা বোর্ড লাগিয়ে অফিস খুলেছে বলে জানতে পারে পুলিশ। তবে ওই বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল জুন মাসের শেষের দিকে।

‘তথ্য পেয়েই জালিয়াতি, সরকারি নথির অপব্যবহার সংক্রান্ত একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। ভিজিটিং কার্ড, পরিচয় পত্র, চেক বই সহ নানা নথি আমরা উদ্ধার করি, কিন্তু আন্তর্জাতিক পুলিশ সংস্থার কর্মী বলে যে দাবি করছিল ধৃতরা, তার সমর্থনে কোনো প্রমাণ তারা দিতে পারেন নি,’ জানিয়েছেন অবস্থী।

নিজেদের পুলিশ কর্মী হিসাবে পরিচয় দিয়ে অনুদান সংগ্রহ করত, যা আসলে চাঁদাবাজি। তল্লাশি চালিয়ে ১৭টি স্ট্যাম্প সিল, নয়টি বিভিন্ন পরিচয় পত্র, ছয়টি এটিএম কার্ড, নয়টি মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অফিস খোলার দিন দশেকের মধ্যেই এই ভুয়া ‘পুলিশ কর্মীরা’ বেশ কয়েকজনকে নিশানা করেছিল।

আরও পড়ুন

সাবেক তৃণমূল কংগ্রেস নেতা

মূল অভিযুক্ত বিভাস অধিকারীর বাড়ি বীরভূম জেলার নলহাটিতে। বীরভূমের স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন যে তিনি প্রায় ১৫ বছর আগে নলহাটি – দুই নম্বর ব্লকের সভাপতি ছিলেন। তাকে অবশ্য ২০২১ সালের ভোটের আগে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

তখন তিনি নিজেই একটি দল গঠন করেন এবং সে বছরের বিধানসভার ভোটে সাতজন প্রার্থীও দিয়েছিল তার দল। বীরভূমে তার মালিকানাধীন একটি শিক্ষক-শিক্ষণ কলেজ আছে।

পশ্চিমবঙ্গ জুড়ে যে ব্যাপক শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছিল, সেই তদন্তেও অধিকারীর নাম জড়িয়েছিল বলে জানাচ্ছেন সেখানকার স্থানীয় সাংবাদিকরা।

ওই নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলে আছেন যে অন্যতম প্রধান অভিযুক্ত – সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, তার ঘনিষ্ঠ ছিলেন বিভাস অধিকারী, এমনটাই জানাচ্ছেন বীরভূমের সাংবাদিকরা।

ওই নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিভাস অধিকারীর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল। তিনি আবার ‘বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশন’ এর সভাপতিও ছিলেন।

ভুয়া দূতাবাস

কয়েক সপ্তাহ আগে দিল্লির আরেক উপনগরী গাজিয়াবাদে সন্ধান পাওয়া গিয়েছিল ভুয়া দূতাবাসের। পুলিশ জানিয়েছিল যে হর্ষবর্ধন জৈন নামে বছর ৪৮-এর এক ব্যক্তি গাজিয়াবাদে একটা বাড়ি ভাড়া করে সেখান থেকেই ভুয়া দূতাবাস পরিচালনা করছিলেন।

ওয়েস্টার্কটিকা, সাবোরগা, পলভিয়া এবং লোডোনিয়ার মতো তথাকথিত ‘দেশের’ কনসাল বা রাষ্ট্রদূত বলে পরিচয় দিয়ে মানুষকে প্রতারণা করতেন বলে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফে জানানো হয়। ওই সব দেশগুলোরই কোনও স্বীকৃতি নেই।

এসটিএফ-এর নয়ডা ইউনিটের এসএসপি সুশীল ঘুলে সাংবাদিকদের সেসময়ে বলেছিলেন যে বেশ কয়েক বছর ধরেই ওই জাল দূতাবাস চালানো হচ্ছিল।

আন্তর্জাতিক স্তরে প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় রয়েছে এমন দাবি জানিয়ে বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় করতেন ওই ব্যক্তি।

প্রমাণ হিসাবে গণ্যমান্য ব্যক্তিত্বের সঙ্গে বিভিন্ন ছবিও তাদের দেখাতেন যার সবই জাল করা।

মি. ঘুলে তখন বলেছিলেন, ‘অন্যদের সামনে নিজের প্রভাব প্রতিপত্তি জাহির করতে এবং তাদের ঠকানোর উদ্দেশ্য নিয়ে গণ্যমান্য ব্যক্তিত্বের সঙ্গে নিজের বিকৃত বা মর্ফ করা ছবি ব্যবহার করত।’ পুলিশ জানিয়েছে হর্ষবর্ধন জৈনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তিনি।

কূটনীতিবিদদের অনুকরণে তৈরি ভুয়া নম্বর প্লেট লাগানো চারটি গাড়ি ছিল ওই ভুয়া ‘রাষ্ট্রদূতের’। এছাড়া গাড়িতে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি অতিরিক্ত ১৮টি ভুয়া নম্বর-প্লেটও ছিল।

১২টি অবৈধ পাসপোর্ট, দুটি ভুয়া প্যান কার্ড এবং ৩৪টা দেশ ও কোম্পানির জাল সিলমোহর, দুটি প্রেস কার্ড, নগদ ৪৪ লাখ ৭০ হাজার টাকা, বিভিন্ন দেশের মুদ্রা এবং কোম্পানি সম্পর্কিত নথিও উদ্ধার করা হয়েছিল। সেই ভুয়া দূতাবাসের পরে এবার সামনে এল ভুয়া পুলিশ অফিসের ঘটনা।

সূত্র: বিবিসি বাংলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয় নয়, সচেতন করতে শূন্য রিটার্নে জেলের বিধান: এনবিআর চেয়ারম্যান

তুমুল সাফল্যের স্বীকৃতি পেলেন সাইয়ারা জুটি

দিনাজপুরের ফুলবাড়ীতে আশঙ্কাজনকহারে বেড়েছে চুরি, রাত জেগে পাহারা গ্রামবাসীর

গোপনে ২২শ’ কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার

সুপ্রিম কোর্ট-প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

আদালতে কাঁদলেন ছাগলকাণ্ডের সেই মতিউর, যা বললেন বিচারক