ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

অবশেষে ৯ বছর পর জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর

অবশেষে ৯ বছর পর জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৯ বছরের সম্পর্কের পর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি শোরুম থেকে শুরু হওয়া এই প্রেমের গল্প এবার পরিণতির পথে। 

সেই শীতের বিকেলে শোরুমে ক্রেতা হিসেবে আসা রোনালদোর সঙ্গে পরিচয় হয় বিক্রয়কর্মী জর্জিনার। প্রথম দেখাতেই জন্ম নেয় ভালোবাসা, যা ধীরে ধীরে গোপন সাক্ষাৎ থেকে প্রকাশ্যে এসে গুঞ্জনকে বাস্তবতায় রূপ দেয়। ২০১৭ সালের জানুয়ারিতে ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে আসেন তারা। একই বছরের নভেম্বরে জন্ম নেয় তাদের প্রথম কন্যাসন্তান আলানা মার্তিনা। এরপর ২০২২ সালে আবারও বাবা-মা হন, কন্যা বেলা এস্মেরলাদার জন্মের মাধ্যমে। তবে যমজ সন্তানের একজন ছেলে জন্মের সময় মারা যায়। সবসময় রোনালদোর সুখ-দুঃখের সঙ্গী হয়েছিলেন জর্জিনা। পাশাপাশি ফ্যাশন ও বিনোদন জগতে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। তবে এত বছর পরও বিয়ে না হওয়ায় ভক্তদের মধ্যে ছিল আক্ষেপ। অবশেষে সেই আক্ষেপ কাটল।

গতকাল সোমবার (১১ আগস্ট) নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জর্জিনা জানান বাগদানের খবর। হাতে হীরার আংটি পরা ছবির ক্যাপশনে তিনি লেখেন, হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও। ছবিটি সৌদি আরবের রিয়াদ শহরে তোলা, যেখানে রোনালদো বর্তমানে আল নাসর ক্লাবের হয়ে খেলছেন।

আরও পড়ুন

এখন সবার অপেক্ষা, কবে আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন ফুটবল জগতের এই তারকা জুটি। নিঃসন্দেহে তাদের বিয়ে হবে স্মরণীয় এক আয়োজন। খবর : আরব নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা জানালো ইসি সচিবালয়

অক্টোবরে দুই এশীয় দলের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

পুতিন নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছেন : জেলেনস্কি

২৯৫ বল হাতে রেখে ওয়ানডে ম্যাচ জয়!

শুল্ক বৃদ্ধি আরো ৯০ দিন স্থগিত রাখলো যুক্তরাষ্ট্র-চীন

পাঠক আমাদের সাথে ৫০ বছর ধরে পাশে আছে এটাই সাফল্য- সম্পাদক | 50th Anniversary of Daily Karatoa