ভিডিও মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতি 

ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৫ আগস্ট) ইয়েমেনের হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আইডিএফ। ইসরাইলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
হোম ফ্রন্ট কমান্ড যেসব এলাকার সাইরেন বাজছে, সেখানকার বাসিন্দাদের আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। এর আগে সোমবার ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় ইয়েমেনের হুতি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা ‘সিয়োনি শত্রুদের সামরিক অবস্থানে’ তিনটি ড্রোন নিক্ষেপ করেছে।
 
ইয়াহিয়া সারি বলেন, এই ড্রোনগুলো ইসরাইলের তিনটি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, আশকেলন ও হাইফায় লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। ইসরািইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা হুতিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি দুইটি ড্রোন সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি তেল আবিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০

খালি পেটে ঘি খাওয়া উচিৎ?

ভারতে হড়কা বানে ভেসে গেলো গ্রাম, নিখোঁজ ৫০

পঞ্চগড়ে খড়ি ঘরে পড়ে ছিল বৃদ্ধের গলাকাটা মরদেহ

জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালো এনসিপি

‘বিশ্বাসের’ ভেলায় চড়ে সিরাজের ওভাল জয়