সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৬১

রাজধানীসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭৪৯ জনের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বাকি ৫১২ জন বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে অস্ত্র ও বিস্ফোরকও জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬১ রাউন্ড গুলি ও ১০টি ককটেল। পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুনএর আগের ২৪ ঘণ্টায় (মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত) পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছিল ১ হাজার ৩৮৪ জন।
মন্তব্য করুন