প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান
সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবিতে বগুড়ায় মানববন্ধন

সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ প্রদানের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন করেছে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও পরিচালকরা।
মানবন্ধন থেকে অবিলম্বে সরকারকে সিদ্ধান্ত পরিবর্তন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাািশ দেশের সকল কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ প্রদানের দাবি জানানো হয়।
বক্তারা গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অবহিতকরণ পত্রটি বাতিল করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা যাতে পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এনামুল হক, আজমল হুদা, আব্দুল হাকিম, রায়হানুল হক রানা, জহুরুল ইসলাম বাদশা, আমিনুল ইসলাম, আহসান হাবিব সবুজ, তবিবর রহমান, শাহ আলম, শফিক সরদার, মামুনুর রশিদ, মুখলিছুর রহমান মুকুল, খায়রুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পরিপত্র বাতিলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। খবর বিজ্ঞপ্তির।
আরও পড়ুনমন্তব্য করুন