ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

ইসরাইলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের প্রস্তাব অনুমোদন

ইসরাইলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের প্রস্তাব অনুমোদন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের অংশ করে নেওয়ার আহ্বান জানিয়ে ইসরাইলের পার্লামেন্ট নেসেট একটি প্রতীকী প্রস্তাব পাস করেছে। বুধবার (২৩ জুলাই) এই প্রস্তাবটি ৭১-১৩ ভোটে গৃহীত হয়। 

আল জাজিরার খবরে বলা হয়, ইসরাইলি পালামেন্টে পাস হওয়া এই প্রস্তাবের যদিও কোনো আইনি বাধ্যবাধকতা নেই, তবুও এটিতে ‘ইহুদি, সামারিয়া ও জর্ডান উপত্যকায় ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগের’ কথা বলা হয়েছে। মূলত এই অঞ্চলগুলো তথার পশ্চিম তীরকে ইসরাইল এই নামেই ডেকে থাকে। প্রস্তাবে বলা হয়েছে, পশ্চিম তীরকে (ইসরাইলের সঙ্গে) সংযুক্ত করা হলে ইসরাইলের নিরাপত্তা আরও মজবুত হবে এবং ‘ইহুদি জনগণের তাদের নিজ ভূমিতে শান্তি ও নিরাপত্তার মৌলিক অধিকারের’ বিষয়ে আর কোনও প্রশ্ন তোলা যাবে না।

আরও পড়ুন

আল জাজিরা বলছে, এই প্রস্তাবটি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে উত্থাপন করা হয়। যদিও এটি আইনত বাধ্যতামূলক নয়, তবুও ভবিষ্যতে পার্লামেন্টে এই ইস্যু নিয়ে আরও আলোচনা হওয়ার সম্ভাবনা তৈরি হলো। মূলত গত বছর প্রস্তাবটির সূচনা করেছিলেন ইসরাইলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি নিজেও একটি অবৈধ ইসরাইলি বসতিতে বাস করেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পশ্চিম তীর ও সেখানে থাকা বসতিগুলোর প্রশাসনিক দায়িত্বও পালন করেন।

পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইনে এই দখলদারিত্ব অবৈধ বলে বিবেচিত হয়। এমনকি কিছু বসতি ইসরাইলের নিজস্ব আইনেও অবৈধ। এই পশ্চিম তীরে এখন প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি এবং ৫ লাখের বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী বাস করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ. লীগের গোপন বৈঠকের পরিকল্পনা তদন্ত শেষে বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা আগামীকাল: এনসিপি

৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম

কোচিংয়ে ক্লাস নিলেন হাসনাত আব্দুল্লাহ

ওভালে ১৬ উইকেটের দিন

খালি পায়ে ১২ কিমি হেঁটে এসেও বাঁচল না আমির