ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ইউরেনিয়াম মজুদ ত্যাগ করবে না তেহরান : ইরানের পররাষ্ট্র মন্ত্রী

ইউরেনিয়াম মজুদ ত্যাগ করবে না তেহরান : ইরানের পররাষ্ট্র মন্ত্রী, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি হওয়া সত্ত্বেও, তেহরান ইউরেনিয়াম মজুদ ত্যাগ করবে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।  

তিনি বলেন, বর্তমানে পারমাণবিক স্থাপনার কাজ বন্ধ রয়েছে, কারণ এগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটা বলতেই হচ্ছে, আমরা ইউরেনিয়াম মজুদ ত্যাগ করতে পারব না। কারণ এগুলো আমাদের নিজস্ব বিজ্ঞানীদের অর্জন। তার চেয়েও বেশি জাতির গর্বের প্রশ্ন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার (২১ জুলাই) এ কথা বলেন। আরাগচি ওই সাক্ষাৎকারের শুরুতে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরান উন্মুক্ত। তবে আমরা শুরুতে সরাসরি আলোচনা করব না। তিনি আরও বলেন, যদি তারা (যুক্তরাষ্ট্র) সমতাভিত্তিক সমাধানের পথে আসে, তাহলে আমরাও তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রস্তুত আছি। 

আরাগচি বলেন, আমরা আস্থার সঙ্গে সব সময়ই বলে আসছি ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে এবং তেহরান কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। আমরা আশা রাখি তারা আমাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি আলোচনামূলক সমাধান চাই। অতীতে আমরা একবার করেছি, এখনও সেটি করতে চাচ্ছি।

আরও পড়ুন

ফক্স নিউজে দীর্ঘ ১৬ মিনিট সাক্ষাৎকার দেন আরাগচি। এই টেলিভিশন চ্যানেলটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ। খবর : আল জাজিরা 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় জামায়াত-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ১০

বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত মানবিক সমাজ হিসেবে দেখতে চায় জামায়াত - ডা. শফিকুর রহমান

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির

সিরাজগঞ্জের চৌহালীর দেয়ালে নতুন করে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের গ্রাফিতি

মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীর জানাযা সম্পন্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্যান চালক হত্যা রহস্য উন্মোচন গ্রেফতার ৪