ভিডিও বুধবার, ১৬ জুলাই ২০২৫

এনসিপি’র সমাবেশে হামলায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুলের বিবৃতি

এনসিপি’র সমাবেশে হামলায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুলের বিবৃতি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ এবং গাড়িবহরে (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থকদের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে সংবাদমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়। এতে সই করেন বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।

আজ গোপালগঞ্জে এনসিপি’র পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।’ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণকামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজকতা সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

আরও পড়ুন

তিনি বলেন, ‘এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে এজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এর ব্যতয় হলে দেশ আবারও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে।’ বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। সেইসঙ্গে তিনি আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ধুনটে ৩৬ ঘন্টার ব্যবধানে আরও এক শ্রমিকের আত্মহত্যা 

গাজীপুরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ইব্রাহিম নিট ও  ওসমান গার্মেন্টসের পে-রোল চুক্তি স্বাক্ষর

সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১৩৩

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর ৪১৩তম বোর্ড সভা অনুষ্ঠিত