ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, ছবি সংগৃহীত

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দীর্ঘ সাত মাস পর দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় ভারত থেকে দু’টি মরিচ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে।

ভারতের ঝারখান্ড রাজ্য থেকে গঙ্গেশ্বরি ইন্টারন্যাশনাল নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান মরিচ রপ্তানি করেছে। আর হিলি বন্দরের এন.পি ইন্টারন্যাশনাল নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান মরিচগুলো আমদানি করে। দেশের বাজারে সম্প্রতি কাঁচা মরিচের দাম উর্দ্ধগতি হওয়ায় আমদানি শুরু করেছেন বলে জানান সংশ্লিষ্টরা। এরআগে গত বছরের ১৫ নভেম্বর এই বন্দর দিয়ে সর্বশেষ কাঁচা মরিচ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকরা জানান, সম্প্রতি দেশে অতিবৃষ্টি আর বন্যায় মরিচ ক্ষেত নষ্ট হয়ে সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে দাম নিয়ন্ত্রণহীণ হয়ে পড়েছে তাই ব্যবসায়ীরা ভারত থেকে আমদানি শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে আমদানি শুরু হবে। এতে দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আসবে।

আরও পড়ুন

এদিকে আমদানির খবরে হিলি বন্দর এলাকায় কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ২০ টাকা। সকালে ২শ’ টাকা দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ সন্ধ্যায় ১৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপর বাংলায় মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা

চট্টগ্রামে দখল-চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করছে: আইজিপি

বিএনপির পতনের জন্য মাঠে নামিনি: বিন ইয়ামিন মোল্লা

পটুয়াখালীর আ’লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোস গ্রেফতার

সিরিয়ার কৃষিজমি পুড়িয়ে দিলো ইসরায়েলি বাহিনী