ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

শাকিব খান-মিষ্টি জান্নাতের ছবি ঘিরে নতুন গুঞ্জন!

শাকিব খান-মিষ্টি জান্নাতের ছবি ঘিরে নতুন গুঞ্জন!, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খান এবং অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাত আবারও উঠে এসেছেন আলোচনায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেছেন মিষ্টি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই ছবি ঘিরেই শুরু হয়েছে নতুন করে গুঞ্জন-তাদের মধ্যে কী কোনও বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে কি না। 

মিষ্টি জান্নাত সোমবার (৭ জুলাই) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। ছবিতে শাকিব খানকে দেখা যায় সাদা পাঞ্জাবি ও সানগ্লাসে, আর তার পাশে রয়েছেন মিষ্টি। ছবির ক্যাপশনে তিনি লেখেন ‘ভালো থাকবেন। প্রথম আমি।’ সঙ্গে ছিল তিনটি লাল হৃদয়ের ইমোজি ও ভালোবাসার চিহ্ন। এই ছোট্ট বার্তাই জন্ম দিয়েছে নানা প্রশ্ন ও জল্পনার।

এর আগেও, গত ২ জুলাই মিষ্টি শেয়ার করেছিলেন আরেকটি ছবি, ক্যাপশন ছিল ‘সেই ১ম বার’। আবারও হার্ট ইমোজি যুক্ত সেই পোস্টকে ঘিরেও তৈরি হয়েছিল রহস্যের জাল। কেউ কেউ ধরেই নিয়েছেন, এটি তাদের সম্পর্কের সূচনার ইঙ্গিত। আরও পেছনে গেলে দেখা যায়, এক মাস আগেই গত ২ জুন মিষ্টি জান্নাত শাকিব খানের সঙ্গে বিমানে তোলা দুটি সেলফি প্রকাশ করেছিলেন। সেখানে ক্যাপশন ছিলো ‘লাভ লাভ’। সেই ছবি ঘিরেও শুরু হয়েছিল তুমুল আলোচনা-সমালোচনা।

অন্যদিকে এর আগে এক সাক্ষাৎকারে মিষ্টি বলেন, ‘শুধু সেলফি না, আমরা তো পুরো দিন আড্ডা দিয়েছি। অনেকে লিখেছে আমি নাকি দৌড়ে গিয়ে অনুরোধ করে ছবি তুলেছি! এসব দেখে বিরক্ত হয়েছি। আমি একজন ২৭ বছরের স্বাধীন নারী। আমার ইচ্ছে হলে আমি কারও সঙ্গেই ছবি তুলতে পারি। তাছাড়া শাকিব খান ২৫ বছরের ক্যারিয়ারের একজন সুপারস্টার, তার সঙ্গে ছবি তুলতে সমস্যা কোথায়?’

আরও পড়ুন

শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়েই তৈরি হয়েছে বিতর্ক। অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে তার সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা থাকলেও, সাম্প্রতিক সময়ে শোনা যায় তিনি নাকি এক চিকিৎসক পাত্রীকে বিয়ে করতে চলেছেন-এমনকি কেউ কেউ ধারণা করেছিলেন, সেই পাত্রীই মিষ্টি জান্নাত। তবে এখন পর্যন্ত মিষ্টি জান্নাত বা শাকিব খান-দুজনের কেউই তাদের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেননি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাপ পদ্ধতিতে আম চাষ করে বিদেশে রফতানি করছেন নিরঞ্জন রায়

রাজশাহীতে গাড়িচালককে কুপিয়ে জখম 

কক্সবাজারে ১২৪ গ্রামের ৮০ হাজার মানুষ পানিবন্দী

২৫ বছর আত্মগোপনে থেকেও রেহায় পেলনা সাজাপ্রাপ্ত আসামি বকুল

বিনা অর্থে গেটম্যানের দায়িত্ব পালন করছেন রাণীনগরের নিরু মন্ডল

বগুড়ার ধুনটে মাদক ব্যবসায়ীর কাছে পুলিশের লোগো ব্যাগ ও আইডি কার্ড