বগুড়ার ধুনটে মাদক ব্যবসায়ীর কাছে মিলল পুলিশের লোগো, ব্যাগ ও আইডি কার্ড, গ্রেফতার ৩
_original_1751801914.jpg)
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্য সহ আন্তঃজেলা ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা, পুলিশের লোগো, ব্যাগ, আইডি কার্ড ও দেড় কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, জামালপুর জেলা সদরের পূর্ব ফুলবাড়িয়া গ্রামের শাহ আলমের ছেলে চাকরিচ্যুত পুলিশ সদস্য শাহাদত হোসেন (২৮), বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর মাকরকোলা গ্রামের আবু তালেবের ছেলে আব্দুল কুদ্দুস (২৬) ও আলেপ সেখের ছেলে ওমর ফারুক (২৭)।
রোববার (৬ জুলাই) দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শনিবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার মথারপুর বাজারের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শাহদত, ফারুক ও কুদ্দুস দেশের বিভিন্ন এলাকায় পাইকারী মাদক ব্যবসায়ীদের কাছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সরবরাহ করে থাকে। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন পরিবহনের মাধ্যমে ব্যবসায়ীদের কাছে নিরাপদ ভাবে মাদক দ্রব্য পৌছে দেয়। তারই ধারাবাহিকতায় তারা শনিবার রাতে শেরপুরের চান্দাইকোনা বাজার এলাকা থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা নিয়ে মথুরাপুর বাজারের দিকে রওনা হয়।
আরও পড়ুনএ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মধ্যরাতে মথুরাপুর জিরো পয়েন্ট এলাকায় মাদক ব্যবসায়ীদের অটোরিকশার গতিরোধ করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে পুলিশ লেখা কাঁধে ঝুলানো ব্যাগের ভেতর দেড় কেজি গাঁজা জব্দ করে। এছাড়া তাদের কাছে পুলিশের লোগো ও আইডি কার্ড পাওয়া যায়।
উল্লেখ্য, স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় ২০২৩ সালে সুনামগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্য শাহাদত হোসেন চাকরিচ্যুত হয়েছে। এরপর থেকে শাহাদত আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। সে পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।
মন্তব্য করুন