ভিডিও শনিবার, ২৮ জুন ২০২৫

তাহসানের দ্বিতীয় বিয়ে নিয়ে আফসোস মন্দিরার

তাহসানের দ্বিতীয় বিয়ে নিয়ে আফসোস মন্দিরার, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল মন্দিরা চক্রবর্তী ‘কাজল রেখা’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। এরপর আলোচনা থেকে কিছুটা সরে যান এই নায়িকা। ঈদে তার অভিনীত সিনেমা ‘নীলচক্র’ মুক্তি পায়। এই সিনেমার প্রচারণায় নতুন করে আলোচনায় আসেন মন্দিরা। সিনেমায় তার অভিনয়ও প্রশংসা পেয়েছে। 

এই নায়িকা নিজে একাধিক ক্রাশের কথা মিডিয়াকে জানিয়েছেন। চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভকে নাকি তার ছোটবেলা থেকেই ভালো লাগে। এর মধ্যে জানা গেলো গায়ক, অভিনেতা তাহসান খানও নাকি তার ক্রাশ ছিলেন। সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন তাহসান খান। এ নিয়ে আফসোসের শেষ নেই মন্দিরার। একটি ভিডিও সাক্ষাৎকারে উপস্থাপক মন্দিরার ক্রাশ সম্পর্কে জানতে চান। উত্তরে মন্দিরা বলেন,  ‘কে যেন? ওহ তাহসান। হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। তাই ওকে আমি ভুলে যাই। ভুলে গেছি। কী দরকার ছিল বিয়ে করার। তাহসান কেন বিয়ে করলো, দরকার তো ছিল না।’

আরও পড়ুন

উল্লেখ্য, মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দ্বিতীয় সংসার শুরু করেছেন তাহসান খান। এর আগে ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। পরে ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা-বাবা হন। সেই সংসার ভেঙে যায় ২০১৭ সালের ৪ অক্টোবর। এরপর বেশ কিছুদিন সিঙ্গেল ছিলেন তাহসান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ক্যাম্পাসে দলবদ্ধ ধর্ষণের অভিযোগকে তোলপাড় পশ্চিমবঙ্গ

বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের দেওয়া কীটনাশকে পুড়ে গেল শতাধিক গাছ

জন্মদিনে শুভেচ্ছা জানালেন তারেক রহমান, কৃতজ্ঞতা প্রকাশ প্রধান উপদেষ্টার

ধর্মঘট প্রত্যাহার পাবনা-ঢাকা বাস চলাচল শুরু

বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়: সালাহউদ্দিন