ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের তেল আবিব শহরে মার্কিন দূতাবাসের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে ‘ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে’ সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, মার্কিন কর্মীদের কোনো আঘাত লাগেনি এবং জেরুজালেম ও তেল আবিবে দেশটির দূতাবাস এবং কনস্যুলেট সোমবার (১৬ জুন) বন্ধ থাকবে।

এর আগে গত শনিবারও কঠিন সময় পার করেছেন হাকাবি। সে সময় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রাতটিকে উত্তেজনাপূর্ণ এবং কঠিন বলে জানান তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, সারারাত ধরে তাকে পাঁচবার বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে সে সময় হাকাবি লিখেছেন, আজ (শনিবার) শাব্বাত। কিন্তু এখন এখানে কঠিন সময়। চুপ থাকা উচিত। পুরো জাতিকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিনটি শাব্বাত নামে পরিচিত। হাকাবি বলেন, শাব্বাত সাধারণত শান্তিপূর্ণভাবে কাটে, কিন্তু এবার সম্ভবত তা হবে না।

ইসরায়েলের কঠোর সমর্থক হাকাবি চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পূর্ব সমন্বয় বা অনুমোদন ছাড়া ইসরায়েল ইরানের ওপর সামরিক হামলা চালানোর সম্ভাবনা কম। ইসরায়েলে নিযুক্ত এই মার্কিন দূত শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পাঁচবার নিরাপদ জায়গায় আশ্রয় নেন। ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কারণে বার বার জায়গা বদল করতে হয়েছে তাকে। সুরক্ষিত আশ্রয়কেন্দ্রগুলোতে থাকতে হয়েছে।

আরও পড়ুন

   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ‘পুলিশ’ পরিচয়ে ‘খাদ্য কর্মকর্তা’ অপহরণের ভিডিও ভাইরাল, সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার

ফরিদপুরে পাসপোর্ট করতে এসে ৩ রোহিঙ্গা আটক 

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আজ শহীদ আনাসসহ ৬ হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ