ভিডিও বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

কিংবদন্তীদের মঞ্চেই প্রথম সম্মাননায় ভূষিত ইধিকা পাল

ইধিকা পাল

অভি মঈনুদ্দীন ঃ এরইমধ্যে কলকাতার ‘নজরুল মঞ্চ’তে অনুষ্ঠিত হয়েগেলো ২২তম ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান। এই টেলিসিনে অ্যাওয়ার্ডস’র প্রতিষ্ঠাতা মৃন্ময় কাঞ্জিলালই প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক।

‘নজরুল মঞ্চ’তেই বহুবছর ধরে হয়ে আসা এই সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নানান সময়ে কিংবদন্তী শিল্পী (দুই বাংলার) শর্মিলা ঠাকুর, নায়ক রাজ রাজ্জাক, সুপ্রিয়া দেবী, মাধবী মুখার্জি, রনজিত মল্লিক, মৌসুমী চ্যাটার্জি, সাবিত্রী চ্যাটার্জি, রুনা লায়লা, ফারুক, আলমগীর, আরতী মুখার্জি’সহ আরো অনেকেই ‘টেলিসিনে অ্যাওয়ার্ডস’ ভূষিত হয়েছেন। যাদের মধ্যে কেউ কেউ আজ আমাদের মাঝে নেইও। কিংবদন্তীরা যে মঞ্চতে ‘টেলিসিনে অ্যাওয়াডর্স’এ ভূষিত হয়েছিলেন সেই একই মঞ্চে দুই বাংলার জনপ্রিয় নায়িকা ইধিকা পাল এবারই প্রথম সিনেমাতে (কলকাতা) অভিনয়ের জন্য অভিষেক অভিনয়শিল্পী হিসেবে প্রথমবার কোনো সম্মাননায় ভূষিত হলেন।

২০২৪ সালে ‘খাদান’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে কলকাতার সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হয় ইধিকার। ‘খাদান’ বাংলা ভাষার ভারতীয় মহাকাব্যিক রোমাঞ্চকর মারপিটের চলচ্চিত্র, যা সুজিত রিনো দত্ত পরিচালনা করেছেন। সুরিন্দর ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেনচারের ব্যানারে যথাক্রমে যৌথভাবে প্রযোজনা করেছেন নিসপাল সিং এবং দেব। এই সিনেমারই অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন ইধিকা পাল। আর প্রথম সিনেমাতে অভিষেক হয়েই কলকাতাতেও সাড়া ফেলায় তাকে এই সম্মানায় ভূষিত করা হয়। গত ২৫ মে ইধিকা পালের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।

আরও পড়ুন

কলকাতা থেকে মোবাইলে ইধিকা তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন,‘ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজক শ্রদ্ধেয় মৃন্ময় কাঞ্জিলাল দাদাকে। এই সম্মাননাপ্রাপ্তিতে আমার ভীষণ ভীষণ ভালোলাগছে। খাদান মুক্তির পর দর্শক আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, এখনো দিচ্ছেন। আশা রাখবো যে দর্শক আমাকে এমন করেই ভালোবেসে যাবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আগামীতে যেসব সিনেমা মুক্তি পাবে সেসব সিনেমাতেও দর্শকের সাপোর্ট নিয়ে আমি আরো বহুদূর এগিয়ে যেতে পারবো। আজ ভীষণভাবে মনে পড়ছে প্রিয়তমা সিনেমার দিনগুলোর কথা। কারণ এই সিনেমা দিয়েই প্রকৃতপক্ষে সিনেমার দুনিয়ায় আমার অভিষেক। প্রথম সিনেমা দিয়েই বিশেষত বাংলাদেশের দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছি তা আজীবন আমার মনে গেঁথে থাকবে। অনুরূপভাবে সর্বশেষ বরবাদ সিনেমা মুক্তির পরেও দর্শকের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। আমিতো মনেকরি কেবলতো শুরু। সামনে আমার আরো অনেক সময় যেখানে আমাকে আরো ভালো ভালো গল্পের সিনেমাতে অভিনয় করে নিজের মেধার আরো স্বাক্ষর রেখে যেতে হবে। সবার আশীর্বাদ কামনা করছি।’

উল্লেখ্য, এর আগে ‘প্রিয়তমা’ সিনেমার জন্য ইধিকা পাল’কে ‘বাবিসাস’ সম্মাননায় ভূষিত করা হয় ঢাকাতে। তবে অনুষ্ঠানের সময় তিনি ঢাকায় ছিলেন না বিধায় সিনেমার প্রযোজক আরশাদ আদনানের কাছে ইধিকার ক্রেস্টটি পৌঁছে দেয়া হয়। এবারের টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরতী মুখার্জি, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, মিমি চক্রবর্ত্তী’সহ অনেকের হাতেই সম্মাননা তুলে দেয়া হয়। পারফর্ম করেন পূজা ব্যানাজি, ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল’সহ অনেকেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল তিন মটরসাইকেল আরোহীর

নতুন কর্মসূচি ঘোষণা সচিবালয় কর্মচারীদের 

দিনাজপুরে সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন

ইশরাকের শপথ পড়ানোর সিদ্ধান্ত নেবে ইসি : আপিল বিভাগ

‘ইশরাক ইশরাক’ স্লোগানে উত্তাল নগরভবন, সেবা কার্যক্রম বন্ধ