ভিডিও বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

গাজায় নিহত ৫৪ হাজার ছাড়াল

ছবি : সংগৃহীত,গাজায় নিহত ৫৪ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় প্রায় ২০ মাসের যুদ্ধে ইসরাইলের হামলায় ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরাইলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির গুঞ্জনের মধ্যেও গাজায় চলছে বর্বর হামলা। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে অন্তত ৮১ ফিলিস্তিনির। একই সময়ে আহত হয়েছেন ১৬৩ জন।

আরও পড়ুন

 
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে ইসরাইলি হামলায় গাজায় মোট নিহত ৫৪ হাজার ৫৬ জনে পৌঁছেছে। এই সময়ে মোট আহত হয়েছেন আরও ১ লাখ ২৩ হাজার ১২৯ জন। নেতানিয়াহু বাহিনীর বোমাবর্ষণের কারণে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন।  
 
এরইমধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, হামাসের কাছে থাকা জীবিত অথবা মৃত জিম্মিদের দেশে ফেরত আনতে হামলা আরও জোরদার করবেন।
 
তিনি বলেন, ‘আজ না পারলে কাল, কাল না পারলে পরশু। আমরা থামবো না। আমরা সবাইকে ফিরিয়ে আনব, জীবিতদের এবং মৃতদের।’
এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের দেয়া প্রস্তাবে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে ইসরাইল এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে টাইমব অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে।
 
প্রতিবেদন মতে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাওয়া প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাস। চুক্তির খসড়া অনুযায়ী, হামাস দুই ধাপে ইসরাইলের ১০ জন জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে গাজা উপত্যকা থেকে আংশিক সেনা প্রত্যাহারের পাশাপাশি ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করবে ইসরাইল।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ দল

বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

দিনাজপুরের ফুলবাড়ীতে শত বছরের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

দেশে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় ড্রোন!

রাইসার কণ্ঠে আনন্দের গান ‘সন্ধ্যা নেমে আসুক’