ভিডিও বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

তুহিনের নাটকে প্রান্তকে নিয়ে তানিয়া বৃষ্টি

তুহিনের নাটকে প্রান্তকে নিয়ে তানিয়া বৃষ্টি

অভি মঈনুদ্দীন ঃ সাধারণত আমরা তাকেই মহানুভব হিসেবে আখ্যায়িত করে থাকি যিনি স্বভাবে উদার প্রকৃতির। একজন মানুষের মহানুভবতার কারণে অন্য মানুষের উপকার হয়। মহানুবভতা মানুষের জীবনে প্রশান্তি আনে। মহানুভবতা এমনই এক গুন যা মানুষকে আকাশছোঁয়ার মর্যাদার আসনে অধীষ্ঠিত করে।

বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি যেন সেই মহানুভবতারই পরিচয় দিয়েছেন। সাধারণত প্রতিষ্ঠিত একজন তারকাশিল্পী বা তারকাভিনেতা/তারকাভিনেত্রী একেবারেই নতুন কোনো শিল্পীর সঙ্গে অভিনয় করতে চান না।

কারণ একজন নতুন সহশিল্পীর সঙ্গে অভিনয় করলে সেই কাজটির দর্শকপ্রিয়তা বা সফলতা নিয়ে সন্দেহ থেকে যায়। কিন্তু তানিয়া বৃষ্টি সে ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জ নিয়েই তরুণ মেধাবী পরিচালক তুহিন হোসেনের পরিচালনায় ও আঙরঙ্গজেবের রচনায় ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে নবাগত মডেল ও অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্ত’র সঙ্গে অভিনয় করেছেন। তানিয়া বৃষ্টি চাইলেই এই নাটকের গল্পের প্লট একটু পরিবর্তন করে মোশাররফ করিম বা নিলয় আলমগীর বা অন্য কোনো তারকাভিনেতার সঙ্গে অভিনয় করতে পারতেন। কিন্তু বৃষ্টি পরিচালকের কথা শুনে গল্পের প্লট বুঝে এবং একজন তরুণ শিল্পীকে অনুপ্রেরণা দিতে, সাহস দিতে এই নাটকে প্রান্ত’র সঙ্গে অভিনয় করেছেন। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারনের কাজ (টানা তিনদিন) শেষ হয়েছে গত রবিবার।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন,‘ বিগত বেশকিছুদিন আমি অষ্ট্রেলিয়াতে ছিলাম। সেখান থেকে ফিরে এসে কয়েকটি নাটকের কাজ করেছি। তারমধ্যে জয়িতার দিনরাত্রি নাটকের কাজ শেষ করেছি। বলা যায় এই নাটকের গল্পটা জয়িতা চরিত্রকেই কেন্দ্র করে। এর আগেও তুহিন ভাইয়ের নির্দেশনায় অভিনয় করেছি। প্রতিটি নাটকই বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। তুহিন ভাই খুউব যত্ন নিয়ে কাজ করেন। তার কথা একটাই-চরিত্রানুযায়ী পারফেটক্ট অ্যাক্টিং হওয়া চাই। আর প্রান্তর সঙ্গে কাজ করার কারণ হলো যে আমিও একটা সময় নতুনই ছিলাম। সেই সময় প্রতিষ্ঠিত বেশ কয়েকজন শিল্পী আমার সঙ্গে অভিনয় করেছেন। তারা হয়তো নাও অভিনয় করতে পারতেন। কিন্তু তারা আমাকে সুযোগ দিয়েছেন বলেই আমি অনুপ্রাণিত হয়েছি। ঠিক তেমনি আমাকেও নতুন কাউকে সুযোগ দেয়া উচিত। তা না হলে নতুনরা কেমন করে আসবে, কেমন করেই বা নতুন প্রজন্মের শিল্পীরা জায়গা করে নিবে। প্রান্ত ভালো করেছে, ও আরো ভালো করবে।’

আরও পড়ুন

তুহিন হোসেন বলেন,‘ তানিয়া বৃষ্টির মহানুভবতায় আমি মুগ্ধ হয়েছি। একজন জাত শিল্পীর পেশাদারী আচরণ এমনটাই হওয়া উচিত। নাটকটিতে বৃষ্টি দুর্দান্ত অভিনয় করেছে। প্রান্ত ভালো করবে।’

তুহিন হোসেন জানান, আগামী ঈদে নাটকটি এনটিভিতে প্রচার হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন

ইশরাকের শপথ পড়ানোর সিদ্ধান্ত নেবে ইসি : আপিল বিভাগ

‘ইশরাক ইশরাক’ স্লোগানে উত্তাল নগরভবন, সেবা কার্যক্রম বন্ধ

‘সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না’

ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেছেন  ইলন মাস্ক

স্বামীর হাসুয়ার কোপে স্ত্রীর হাত বিচ্ছিন্ন, স্থানীয়দের মারধরে স্বামী নিহত