ভিডিও সোমবার, ২৬ মে ২০২৫

‘স্টারটক’-এ শান্তা’র অতিথি লাবণ্য

‘স্টারটক’-এ শান্তা’র অতিথি লাবণ্য

অভি মঈনুদ্দীন ঃ ‘স্টারটক’ স্যাটেলাইট চ্যানেলে এসএটিভি’র নতুন একটি টক শো ভিত্তিক অনুষ্ঠান। নতুন বছরের নতুন অনুষ্ঠান হিসেবে ‘স্টারটক’ এরইমধ্যে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। বাংলাদেশের সংষ্কৃতি অঙ্গনের অনেক তারকাই এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন। কিছু কিছু পর্ব বেশ আলোচনাতেও এসেছে।

এই অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপিকা শান্তা জাহান। অনুষ্ঠানটি দ্রুত সময়ে জনপ্রিয় হয়ে উঠার কারণও অবশ্য শান্তা জাহান। কারণ সবাই অবগত যে বাংলাদেশের এই সময়ের অন্যতম সেরা উপস্থাপিকা শান্তা জাহান। দেশের অনেক টিভি চ্যানেলে যেমন তার উপস্থাপনায় বিভিন্ন টক শো, ম্যাগাজিন অনুষ্ঠান, সরাসরি গানের অনুষ্ঠান প্রচার হয়। আবার তারই উপস্থাপনায় দেশের বড় বড় স্টেজ শো’ও অনুষ্ঠিত হয়। এক কথায় উপস্থাপনার জগতে শান্তা জাহান ভীষণ আস্থার এক নাম। গেলো বিশ্ব মা দিবসের পরপর দুইদিন তিনি দু’টি মা দিবসের অনুষ্ঠান উপস্থাপনা করেন। একটি হলো ‘মা পদক’ আরেকটি হলো ‘গরবিনী মা’। দুটি অনুষ্ঠানের আয়োজকরা তার উপস্থাপনায় বেশ সন্তুষ্ট ছিলেন। আয়োজকদের ভাষ্য এমন ছিলো যে, অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে শান্তা জাহান থাকলে পুরো আয়োজন অটোম্যাটিক্যালি সুন্দর হয়ে যায়। ‘স্টারটক’ এসএটিভিতে প্রতি শুক্র ও শনিবার রাত ৯.৩০ মিনিটে প্রচার হয়। এবারের আয়োজনে শান্তা জাহান ও অনুষ্ঠানের প্রযোজক মফিজুল ইসলাম মনির নিমন্ত্রণে অতিথি হয়ে এসেছিলেন গায়িকা, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য।

অনুষ্ঠানটিতে অংশগ্রহন শেষে লাবণ্য বলেন,‘ শান্তা আপু আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, প্রিয় একজন উপস্থাপিকা। তিনি এতো গুছিয়ে কথা বলেন, এতো চমৎকার তার বাচনভঙ্গি যা সবসময়ই মুগ্ধ করে। সর্বশেষ তাকে আমি মা পদক ২০২৫-এর উপস্থাপনা করতে দেখেছি। তার চমৎকার উপস্থাপনার কারণে পুরো আয়োজনটিই যেন পরিপূর্ণতা পেয়েছিলো। আর স্টারটক-তো আসলে গল্প করার অনুষ্ঠান। শান্তা আপুর সঙ্গে অনুষ্ঠান করার নামে গল্প করেছি। গানও গেয়েছি। আমার প্রিয় গান- চাইনা হৃদয় ভেঙ্গে যাক’ গানটি গেয়েছি। সবমিলিয়ে স্টারটক’-এর আয়োজন ভালোলেগেছে।’

আরও পড়ুন

শান্তা জাহান বলেন,‘ লাবণ্য ভীষণ লক্ষী আর মিষ্টি একটি মেয়ে। তার কন্ঠের গান ভীষণ ভালোলাগে। সুরেলা আর মিষ্টি একটা কন্ঠ। আমাদের সময়টা সত্যিই খুউব চমৎকার কেটেছে। আশা করছি দর্শকের ভালোলাগবে।’

এদিকে মাছরাঙ্গা টিভিতে নিয়মিত উপস্থাপনা করছেন লাবণ্য। ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র চাকুরীও করছেন নিয়মিত। তবে গানে তিনি আরো একটু বেশি মনোযোগ দিতে চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রধান উপদেষ্টার উপর আমরা আস্থা রাখতে পারি’

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান !

ড. ইউনূস জুন মাসের ৩০ তারিখের পর একদিনও ক্ষমতায় থাকবেন না: প্রেস সচিব

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত স্বর্ণলতা-বন্নি

প্রথমবার যুক্তরাজ্যে শো’তে ঐশী, ফিরে এসে মধুপুরে

বগুড়ার শেরপুরে দিনের বেলায় সোনার গহনা ও টাকা লুট