ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

১১তম একনেক সভায় নতুন ও সংশোধিত প্রকল্পের অনুমোদন তালিকায় নেই জবি

জবি প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থবছরের ১১তম একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) সভা আজ ২৪ মে ২০২৫ শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও অংশ নেন। কথা থাকলেও সভায় অনুমোদনের জন্য নতুন ও সংশোধিত প্রকল্পের তালিকায় নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজকের সভায় মোট ১০টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। তবে এই প্রকল্পের তালিকায় কোথাও নাম নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতে, গত সপ্তাহে টানা তিন দিনের অবস্থান কর্মসূচি, গণ-অনশন ও গণ-আন্দোলনের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশের মানুষের একাত্মতা পেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের মূল্যহীন আশ্বাসে আন্দোলন বন্ধ করে ঘরে ফেরাটা ছিলো ভুল পদক্ষেপ। "এই সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প অনুমোদন না পেলে, এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না।"

গত সপ্তাহে জবির দ্বিতীয় ক্যাম্পাসের জন্য শ্বাসরুদ্ধকর সেই যৌক্তিক আন্দোলন, নিরস্ত্র শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশি আক্রমণ, শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে অহেতুক দমন-পীড়নের চেষ্টা সবকিছু স্মরণ করে এভাবেই প্রতিক্রিয়া জানাচ্ছেন জবি শিক্ষার্থীরা।

আরও পড়ুন

সেই সাথে ১১তম একনেক সভার এই সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকারকে ধিক্কার ও নিন্দা জানানোর পাশাপাশি প্রশাসনের কাছেও চাচ্ছেন জবাবদিহিতা। এই সভা শেষে কোনো আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিং হবে না বলে আগেই জানানো হয়েছিলো। তবে বৈঠক শেষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, একনেকের এই সিদ্ধান্তে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সম্পূর্ণ বিশ্বাস হারানোর শেষ পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গেবৈঠকে বসেছে এনসিপি

বগুড়া শেরপুরের ঐতিহ্যবাহী কেল্লাপোষী জামাইবরণ মেলা রোববার থেকে শুরু

গণআন্দোলন করে ফ্যাসিবাদ উল্টে দেওয়া পরও আবার ফ্যাসিবাদের শঙ্কা দেখা দিয়েছে : বগুড়ায় নজরুল ইসলাম খান

সাংবাদিক উপস্থিতি যথাযথ না হওয়ায় ফারুকীর সম্মেলন স্থগিত

প্রবাসীদের রেমিট্যান্স সহজে ব্যাংকিং চ্যানেলে দেশে আনার সুযোগ সৃষ্টি করা হয়েছে : বগুড়ায় ‘মানিলন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে বক্তারা

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিজয়ী হলেন যারা