নিউজ ডেস্ক
প্রকাশ : ১৪ মে, ২০২৫, ০৯:২৪ রাত
ছাত্রদলের সভাপতির হুঁশিয়ারি
ভবিষ্যতে নেতাকর্মী আক্রান্ত হলে সরকার পতনের আন্দোলনে নামবে ছাত্রদল

ভবিষ্যতে নেতাকর্মী আক্রান্ত হলে সরকার পতনের আন্দোলনে নামবে ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যায় দেশব্যাপী বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ভবিষ্যতে নেতাকর্মী আক্রান্ত হলে সরকার পতনের আন্দোলনে নামবে বলে অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিএনপির ছাত্রসংগঠটি।
একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল।
আজ বুধবার দুপুরে ছাত্রদলের পক্ষে এমন হুঁশিয়ারি দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বুধবার যোহরের নামাজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা শেষে ছাত্রদল রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে, কেন্দ্রীয় মসজিদ, মধুর ক্যান্টিন হয়ে উপাচার্য চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় ও ঢাবি শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাবেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কাছ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাইনি। এর আগেও ঢাবি এলাকায় মাদকসেবীদের দ্বারা আমাদের ছাত্ররা আক্রান্ত হয়েছে। বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান এখন মাদকসেবীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। ছাত্রসমাজের মধ্য থেকে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি উঠেছে। আশা করি, তারা সেই দাবি শুনবেন ও পদত্যাগ করবেন।
তিনি বলেন, সুষ্ঠু তদন্ত করে খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই। আর যদি ভবিষ্যতে রাজধানী ঢাকাসহ দেশের কোথাও ছাত্রদলের কোনো নেতাকর্মী আক্রান্ত হয়, এবং সরকার কোনো ব্যবস্থা না নেয়, তবে সরকার পতনের আন্দোলনে রাজপথে নামবে ছাত্রদল। আমরা ছাড় দিয়ে কথা বলবো না। আমরা রক্ত ভয় করি না।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, বিভিন্ন ক্যাম্পাসে হত্যার রাজনীতি শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একজন মানসিক ভারসাম্যহীনকে হত্যা করা হয়েছে। প্রাইম বিশ্ববিদ্যালয়ে আমাদের এক নেতাকে হত্যা করা হয়েছে। আজ ছাত্রদলের পরীক্ষিত নেতা শাহরিয়ার আলম সাম্যকে যেভাবে হত্যা করেছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শতভাগ নিক্রিয় ছিল।
মন্তব্য করুন