ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

প্রস্তুতি নিচ্ছেন তানিন সুবহা

চিত্রনায়িকা তানিন সুবহা

অভি মঈনুদ্দীন ঃ মিডিয়াতে চিত্রনায়িকা তানিন সুবহা’র যাত্রা শুরু হয়েছিলো একজন গায়িকা হিসেবে। ক্লোজআপ ওয়ান তোমাকেউ খুঁজছে বাংলাদেশ’এর একটি পর্বে তিনি অডিশন রাউণ্ডে অংশগ্রহন করেছিলেন। ছোটবেলা থেকে গানের প্রতি তার প্রবল ঝোক ছিলো বলেই বাড়ি থেকে পালিয়েই তিনি এই রিয়েলিটি শো’র আয়োজনে অঅংশ নিয়েছিলেন। কিন্তু গানের ভুবনে তার আর পথচলা হয়ে উঠেনি। এক সময় তিনি হয়ে গেলেন নায়িকা।

একের পর এক বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করলেন তিনি। দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পেতেও শুরু করলেন। এক সময় তিনি গান গাইতে পারতেন তাও ভুলে গেলেন। কিন্তু গেলো মাসে তানিন সুবহা’র বাসায় ঘরোয় আয়োজনে এক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সেই আয়োজনে শিল্পীদের সঙ্গীত পরিবেশন করতে দেখে তারও একটু গান গাইতে ইচ্ছে হলো। উপস্থি সকলেই অবশ্য ভীষণ অনুপ্রেরণাও দিলেন গান গাইবার জন্য।

তানিন সুবহা যখন মাইক্রোফোন হাতে নিয়ে গান গাইতে শুরু করলেন, সবাই বিস্মিত হয়ে গেলেন। এতো সুন্দর গান গাইতে পারেন তিনি তা কেউই যেন শুরুতে বিশ্বাসই করতে চাইলেন না। তানিনও দীর্ঘদিন পর গান গাওয়ার জন্য মাইক্রোফোন হাতে পেয়ে ভীষন আবেগাপ্লুত হয়ে উঠলেন। তিনিও একে একে তিনটি ফোক গান গেয়ে শোনালেন। আধুনিক গানের চেয়ে ফোক গান গাইতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বিধায় তানিন ফোক গানই গাইলেন। সবাই তানিনকে ভীষণ অনুপ্রেরণা দিলেন। আরো বললেন একটি মৌলিক গান করার জন্য।

তানিন বলেন,‘ সেই ঘরোয়া আয়োজনের পর থেকে মনে হচ্ছে যে এবার একটি মৌলিক গান সত্যি সত্যিই করা উচিত। কতো মানুষের কতো ধরনের ইচ্ছে থাকে। আমার না হয় একটি গানই করার ইচ্ছে হলো। গাইতে পারি না এমনতো নয়। ঘরোয়া আয়োজনে যারা ছিলেন তারাতো অনুপ্রেরণা দিয়েছেন গান গাইবার জন্য। এবার সত্যি সত্যিই একটি ফোক গান গাইবো। এ জন্য নিজে নিজেই প্রস্তুতি নিচ্ছি। হয়তো শিগগিরই জীবনের প্রথম মৌলিক গান নিয়ে সামনে আসবো।’

আরও পড়ুন

এদিকে কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে ‘ও সাথী’ শিরোনামের নতুন একটি গান। এই গানের মিউজিক ভিডিওতেই মডেল হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়িকা তানিন সুবহা। নয়ন ও সুস্মিতার গাওয়া ‘ও সাথী’ গানটি লিখেছেন বাবুল রেজা। সুর করেছেন ওয়াহিদুল ইসলাম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জাকির হোসেন।

তানিন সুবহার মা মিসেস তাসলিমাও গান করতেন। মায়ের কাছেই তানিন সুবহার গানে গাতেখড়ি। গৌরনদী একাডেমিতে গান শিখেছেন তানিন। পরবর্তীতে ওস্তাদ অনুপ বড়ুয়ার কাছেও তিনি গানে তালিম নিয়েছেন। মায়ের মতো স্কুল কলেজেও গান গেয়েছেন তানিন সুবহা।‘ক্লোজআপওয়ান তোমাকেই খুঁজছে’ রিয়েলিটি শো’তে তানিন বরিশাল বিভাগ’র অডিশনে অংশ নেন। তবে খুব বেশিদূর এগিয়ে যেতে পারেননি তিনি। শুধু তাই নয় এরপর তানিন সুবহা ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’তে অংশ নিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁধ খুলে দিল ভারত, বন্যার শঙ্কায় পাকিস্তান

সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না : উপদেষ্টা

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে মোদি

বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬৬৫

তুরস্কে পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তুত জেলেনস্কি

শাশুড়ির ছবি শেয়ার দিয়ে যে বার্তা দিলেন বুবলী