ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

নতুন প্রেমের ইঙ্গিত দিলেন সামান্থা

অভিনেত্রী সামান্থা রুথ

বিনোদন ডেস্ক ঃ বছরজুড়ে বাতাসে ভাসতে থাকে তারকাদের প্রেমের গুঞ্জন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ পপ্রুকে নিয়ে রটেছিল প্রেমের গুজব। সে গুঞ্জন সত্যি, না মিথ্যা– তা জানা যায়নি আদৌ। অতীতের গুঞ্জন ফিকে হয়ে আসতে না আসতেই আরও একবার বলিউডের বাতাসে ভাসতে শুরু করেছে সামান্থার প্রেমের খবর।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘসময় একাকী কাটিয়েছেন সামান্থা। এবার সেই নিঃসঙ্গতা কাটাতে নতুন একজনের শরণাপন্ন হয়েছেন কিছুদিন আগে বলিউডে পা রাখা এই অভিনেত্রী।

শোনা যাচ্ছে, আবার প্রেমে পড়েছেন অভিনেত্রী। সত্যিই কি তাই! সেই উত্তর স্পষ্ট না হলেও সামান্থার নতুন পোস্ট উস্কে দিয়েছে নতুন জল্পনা। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। অনেক দিন ধরেই এ আলোচনা চলছে। কিন্তু আদতে সত্যিটা কী, তা এখনও জানা যায়নি। এদিকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সামান্থা প্রযোজিত প্রথম ছবি ‘শুভম’। যার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি। সেসব ছবিতে ‘সিটাডেল হানি বানি’ সিনেমার পরিচালক রাজও রয়েছেন।

আরও পড়ুন

ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘পথটা অনেক লম্বা ছিল। এখন আমরা এখানে। নতুন শুরু।’ তাঁর এই লেখাতেই অনেকে সামান্থার জীবনে নতুন মানুষের ইঙ্গিত পেয়েছেন। তবে সব আলোচনাই নস্যাৎ করে দিয়েছেন নায়িকা। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস শুরুর আগেই অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন শুরুর মানে হলো প্রযোজক হিসেবে তাঁর নতুন যাত্রা শুরু। এ মুহূর্তে কোনো সম্পর্কেই যে তিনি নেই, সে কথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। গান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা

যুদ্ধবিরতির এক ঘণ্টা পরেই কাশ্মীরে পাকিস্তানের ড্রোন হামলা

বগুড়ার ধুনটে আগুনে পুড়ে নি:স্ব কৃষক পরিবার

বগুড়ার জামিল নগরে বৈদুতিক দুর্ঘটনার কারণে বিদ্যুৎ বিভ্রাটে বগুড়াবাসী

বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর তীর সংরক্ষণ কাজ শুরু

বগুড়ার সারিয়াকান্দিতে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান