ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

মামার সৎকার শেষে ফেরার পথে নিহত ২

মামার সৎকার শেষে ফেরার পথে নিহত ২, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : যশোরের কেশবপুরে মামার সৎকারের পর মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কে উপজেলার আলতাপোল তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিস্টান মিশনারির বাসিন্দা জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫)।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে জোহন সিংহের মামা মারা যান। তার সৎকার অনুষ্ঠানে সুভাষ সরকারসহ তিনি অংশ নেন। তাকে সৎকারের পর মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। পথে কেশবপুরের আলতাপোল তালতলা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলসহ তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, ‘মৃত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত এই মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ করতে চায় না: রাজনাথ সিং

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নড়াইলে তুচ্ছ ঘটনায় ভায়ের হাতে ভাই খুন

জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব না : মাহফুজ আলম

গ্রাহকের তথ্য সুরক্ষিত আছে: ব্র্যাক ব্যাংক

সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত