ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

গাজায় প্রতি ৪০ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে

গাজায় প্রতি ৪০ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে ১৬ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। উপত্যকাটিতে শিশু মৃত্যুর হার প্রতি ৪০ মিনিটে একটি। সোমবার (৫ মে) গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।  খবর বার্তাসংস্থা সিনহুয়ার।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত ফিল্ড হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে বলেছেন, মৃতের সংখ্যা ১৬ হাজার ২৭৮ জন।  যার মধ্যে ৯০৮ জন শিশু এবং ৩১১ জন নবজাতক জন্মের পরে মারা গেছে। তিনি বলেন, চলতি বছরের মার্চের শুরুতে ইসরাইল ক্রসিং বন্ধ করে দেওয়ার পর থেকে মানবিক পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়ে গেছে, যার ফলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

 

এতে হাজার হাজার শিশু এবং গর্ভবতী মহিলা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, যা সংকটকে আরও বাড়িয়ে তুলছে। তিনি আরও বলেন, বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে ইসরাইলি হামলা ও ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার কারণে অনেক শিশু দিনে মাত্র একবার তাও অসম্পূর্ণ খাবার খেয়ে বেঁচে আছে।  এছাড়া বিশুদ্ধ পানি ও সঠিক পুষ্টির অভাব তো রয়েছেই।

আরও পড়ুন

তিনি আরও উল্লেখ করেন, হাজার হাজার শিশু মৌলিক চাহিদা ছাড়াই বাস্তুচ্যুত কেন্দ্রগুলোতে বাস করছে। অন্যদিকে গর্ভবতী নারীদেরও হাসপাতালে পৌঁছানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে দ্বি-খন্ডিত মেহগনি গাছ

জমির বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে স্কুল শিক্ষক নিহত

গাইবান্ধার সাঘাটায় অজ্ঞান পার্টির খপ্পরে প্রাণ গেল অটোচালকের

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান গ্রেফতার

কাঁচা আম ও শর্ষেবাটায় মুরগির কষা

কৃষিবিদদের অধিকার রক্ষার দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ