ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল, ২০২৫, ০৬:৫৭ বিকাল

চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের দিনব্যাপী  মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট গত ২৬ এপ্রিল চট্টগ্রাম ক্লাবে "মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ" শীর্ষক দিনব্যাপী কর্মশালা আয়োজন করে। চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শাখার ২৭০ জন কর্মকর্তা আলোচ্য প্রশিক্ষণে অংশ নেন। 

বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে কোর্সটি উদ্বোধন করেন। কর্মশালাটি আয়োজনের জন্য প্রধান অতিথি মার্কেন্টাইল ব্যাংক কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানান এবং উদ্বোধনী বক্তব্যে মানি লন্ডারিং সংক্রান্ত গাইডলাইন্স যথাযথ অনুসরণের জন্য প্রশিক্ষণার্থীদের নির্দেশনা দেন। বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস এর পরিচালক মোঃ আরিফুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি সেশন পরিচালনা করেন। মার্কেন্টাইল ব্যাংকের উপব্যস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।            এছাড়াও উপব্যবস্থাপনা পরিচালক ও আইসিসিডি বিভাগের প্রধান অসীম কুমার সাহা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান ও ইভিপি মেজবাহ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ইভিপি ও ডিক্যামেলকো আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ হারুন কর্মশালায় একটি সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনার পাশাপাশি একটি সেশন পরিচালনা করেন ট্রেনিং ইনস্টিউিটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯টি যানবহনের জরিমানা বনানীতে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে মোবাইল কোর্ট

টাঙ্গাইলে অশালীন আচরণের অভিযোগে প্রধান শিক্ষককে ‌‘জুতাপেটা’

নওগাঁর রাণীনগরে তালা কেটে দুটি গরু চুরি

সাভারে  স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী গ্রেপ্তার

গাইবান্ধার মহিমাগঞ্জে বদলি পরীক্ষকের জেল চার শিক্ষককে অব্যাহতি ও তিন পরীক্ষার্থী বহিষ্কার

ডিগ্রি ছাড়াই ডাক্তার সেজে রোগীকে ব্যবস্থাপত্র দিয়েছেন আ.লীগ নেতা