নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার প্রায় এক মাস পর নাটোরের বাগাতিপাড়ার হাবিবুর রহমান রুবেল (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাবিবুর রহমান রুবেল উপজেলার কোয়ালিপাড়া গ্রামের মৃত নজের প্রামাণিকের ছেলে। তিনি স্থানীয় একটি এনজিওতে কর্মরত ছিলেন।
নিহতের ভাই কামরুল ইসলাম জানান, গত ২০ মার্চ রুবেল নাটোর থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে নাটোর-তমালতলা সড়কের জিয়ারকোল এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। একটি চার্জার ভ্যান পাশ থেকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। সেসময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কয়েকদিন পর সেখান থেকে ফিরে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন গত রোববার সন্ধ্যায় গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এসময় নেয়ার পথে রুবেল মারা যান।
আরও পড়ুনএব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিবার থেকে এ সংক্রান্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
মন্তব্য করুন