নোয়াখালীতে বজ্রপাতে নিহত ১

নোয়াখালীতে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পৌনে ১১টার দিকে সদর উপজেলার জালিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন কালা (৪২) নোয়াখালী ইউনিয়নের জালিয়াল গ্রামের নূর আহমেদ ছেলে।
নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত জানান, আজ সকাল পৌনে ১১টার দিকে আবুল কালামসহ চার শ্রমিক জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হলে পৌনে ১১টার দিকে তাদের পাশে বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই নুরুল আমিনের মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম জানিয়েছেন, বজ্রপাতে নুরুল আমিনের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।
নোয়াখালী আওহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, জেলা শহর মাইজদীতে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে।
মন্তব্য করুন