ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

পঞ্চগড়ের বোদায় মোবাইল ফোনের দোকানে চুরির সময় আটক ৪

পঞ্চগড়ের বোদায় মোবাইল ফোনের দোকানে চুরির সময় আটক ৪, প্রতীকী ছবি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় অর্থি টেলিকম নামে একটি মোবাইলের দোকানে চুরি করার সময় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে বোদা থানা পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বোদা বাজারের নগর কুমারী হাটে দোকানের তালা ভাঙার সময় নৈশ্য প্রহরী ও স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে বোদা থানা পুলিশ। পুলিশ বলছে চক্রটি বিভিন্ন জেলায় চুরিসহ ডাকাতি করে আসছে দীর্ঘদিন ধরে।

আটককৃতরা হলেন, চট্টগ্রামের কুলসি থানার মতিজন্না গ্রামের মৃত হুমায়নের ছেলে সিদ্দিক (৩৩), কুমিল্লার মুরাদনগর থানার সোনাকান্দা গ্রামের আ: আউয়ালের ছেলে বশির (৪৫), দেবীদ্দার থানার আলমপুর গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে তওহিদ (২৭), শেরপুরের নালিতাবাড়ী বাগডাসা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে রমজান আলী (২৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চোর চক্রটি রাতের আঁধারে দোকানে চুরির চেষ্টা চালায়। এ সময় শব্দ শুনতে পায় বাজারে নৈশ্য প্রহরীরা। তারা স্থানীয়দের সহায়তা নিয়ে চোর চক্রটিকে তালা ভাঙার সময় আটক করে।

আরও পড়ুন

এ বিষয়ে বোদা থানার অফিসার ইনর্চাজ মো: আজিম উদ্দীন জানান, আটককৃতদের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-বিক্রি নিষিদ্ধ

বগুড়া ডায়াবেটিক হাসপাতালে আ’লীগ নেতার রুমে তালা  

আমির খানের বিরুদ্ধে চুরির অভিযোগ!

মুন্সীগঞ্জে খামার থেকে লুটে নেয়া গরু উদ্ধার, গ্রেপ্তার ২

নির্বাচনের নাম শুনলেই বর্তমান সরকারের গা জ্বলে : মির্জা আব্বাস

 হবিগঞ্জে সাপের কামড়ে ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু