বগুড়ায় ট্রাকচাপায় পথচারী নিহত

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের চারমাথার অদূরে নিশিন্দারা কড়িতলা এলাকায় প্রথম বাইপাস সড়কে ট্রাকের নিচে চাপা পড়ে মো. তারা মিয়া (৫৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
উপ-শহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে তারা মিয়া রাস্তা পার হচ্ছিলেন। এসময় শহরের বারপুর থেকে মাটিডালিগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি মারা যান। নিহত তোতা মিয়া নিশিন্দারা মধ্যপাড়ার রমজান সরকারের ছেলে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন