দিনাজপুরের নবাবগঞ্জে এক মাসেও অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় মেলেনি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে এক মাসের বেশি সময় অতিবাহিত হলেও অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় মেলেনি। গত ১২ মার্চ সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করেছিলেন পুলিশ।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ওই দিনই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন জানান, অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয়ের জন্য জোর তৎপরতা চলছে। অনেকটা অগ্রগতিও হয়েছে। তবে তদন্তের স্বার্থে সব কিছু প্রকাশ করা যাবে না। তিনি অতি দ্রুত শনাক্তের আশাবাদী।
আরও পড়ুনমন্তব্য করুন