ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

চট্টগ্রামে ব্যাটারিচালিত পুলিশের সঙ্গে রিকশা চালকদের সংঘর্ষ , ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করার পর তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ মোট সাতজন আহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় এই ঘটনা ঘটে।
 
সকাল ১০টার দিকে, বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালকরা তাদের জব্দ করা অটোরিকশা ফেরত চেয়ে এবং পুলিশের হয়রানি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
 
সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ এসে সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করলে, দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং পরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে রিকশা চালকরা এক হয়ে পুলিশদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এর পরই পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইটের আঘাতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। এছাড়া দুই বাস চালকও আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে পালিয়ে যান।
 
পুলিশ জানায়, প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। বারবার অনুরোধ করলেও, রিকশাচালকরা সড়ক ছাড়তে রাজি হননি। একপর্যায়ে পুলিশ বাধ্য হয়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছুঁড়ে।
 
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘রিকশাচালকদের আমি অনেকবার বলেছি রাস্তা থেকে সরে দাঁড়াতে। কিন্তু তারা উল্টো আমাদের ওপর হামলা চালিয়েছে। আমি ঘটনাস্থলে আছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এলেও, উত্তেজনা এখনও চলছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লুট হওয়া মালামাল উদ্ধার, চালকসহ আটক ৩

পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাতের সেই দুই তরুণী আটক

পরীক্ষা দিতে যাওয়ার সময় দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

স্ত্রীকে হত্যার পর শ্বশুড়কে লাশ নিয়ে যেতে ফোন দিয়ে পালাল স্বামী

সাতক্ষীরায় টিপুর জামিন