ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

শোবিজ দুনিয়ায় পা রাখছেন রোনালদো

শোবিজ দুনিয়ায় পা রাখছেন রোনালদো, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : এবার শোবিজ দুনিয়ায় পা রাখছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো! তবে অভিনয়ে নয়, ব্যবসায়ী হিসেবে নতুন যাত্রা শুরু করলেন তিনি অর্থাৎ সিনেমা প্রযোজনা করবেন এই তারকা। ব্রিটিশ পরিচালক ম্যাথিউ ভন-এর সঙ্গে যৌথভাবে একটি স্বতন্ত্র চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেছেন রোনালদো, যেটির নাম ‘ইউআর-মার্ভ’! প্রথাগত চলচ্চিত্র নির্মাণের ভিতে দাঁড়িয়ে নতুন প্রযুক্তির সঙ্গে মিশ্রণ ঘটিয়ে চলচ্চিত্র শিল্পে পরিবর্তন আনা এমনটাই লক্ষ্য প্রযোজনা সংস্থার।রোনালদো ও ম্যাথিউ ভনের এই অংশীদারিত্ব ইতিমধ্যেই ফলপ্রসূ হয়েছে বলে মনে করা হচ্ছে। তারা একসঙ্গে দুটি অ্যাকশন ফিল্ম প্রযোজনা করেছেন। প্রথম ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

রোনালদো বলেন, ‘এটি আমার জন্য একটি উত্তেজনাপূর্ণ অধ্যায়, কারণ আমি নতুন ব্যবসায়িক সম্ভাবনার সন্ধানে আছি।’ কিকঅ্যাস এবং কিংসম্যান-এর মতো জনপ্রিয় সিনেমার পরিচালক ম্যাথিউ ভন। রোনালদোর সঙ্গে পথচলা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত এই নির্মাতা বলেন, ‘ক্রিশ্চিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছেন, যা আমি কল্পনাও করতে পারিনি। এবার আমরা একসঙ্গে দর্শকদের অনুপ্রাণিত করতে চাই।’

আরও পড়ুন

ফুটবলের বাইরেও রোনালদো তার প্রভাব ক্রমাগত বাড়িয়ে চলেছেন। ২০২৪ সালে তিনি ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেন এবং পর্তুগালের একটি বৃহৎ গণমাধ্যম প্রতিষ্ঠান মিডিয়ালিভ্রে-এও বিনিয়োগ করেন। আর এর অন্যতম উদ্দেশ্য-বিনোদন জগতেও তার শক্ত অবস্থান তৈরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি আলকারাজ-সিনার

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিল্লিতে আবাসিক ভবন ধস

মিডফোর্ডের হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

হাসিনাকন্যা পুতুল বাধ্যতামূলক ছুটিতে

ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি: হাসনাত আব্দুল্লাহ