ভিডিও বুধবার, ২১ মে ২০২৫

ইবি থানা স্থানান্তরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ইবি থানা স্থানান্তরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।  

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে উপস্থিত হন বিত্তিপাড়া, হরিনারায়নপুর, লক্ষ্মীপুর, মধুপুর, আব্দালপুর ও শান্তিডাঙ্গাসহ আশপাশের এলাকার বাসিন্দারা। এসময় তারা ‘অবৈধ সিদ্ধান্ত মানি না, মানবো না’ বলে স্লোগান দিতে থাকেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। দুপুর ২টার দিকে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যান।

কর্মসূচির শুরুতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী বলেন, ‍“আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চেয়েছিলাম। বিক্ষুব্ধ এলাকাবাসী কোনোভাবেই সড়ক ছাড়তে রাজি হচ্ছিলেন না। তারা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করেছেন। এখন পুলিশ সুপার কিংবা জেলা প্রশাসক (ডিসি) এসে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের কথা জানালে সড়ক অবরোধ প্রত্যাহার করা হবে।” 

আরও পড়ুন

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “থানা স্থানান্তরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলাপ-আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” 

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয় থানা অবিলম্বে ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক অবরোধ করেন শত শত এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগে জাতীয় না স্থানীয় নির্বাচন, নির্ভর করছে সরকারের ওপর’

এক সপ্তাহের মধ্যেই বাজারে আসছে চাঁপাইনবাবগঞ্জের আম

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জামালপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার আদমদীঘির মাদককারবারি মিনুর জেল-জরিমানা, এলাকায় স্বস্তি, মিষ্টি বিতরণ

নীলফামারীতে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু