ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি  টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ কাজ পাঁচ বছরেও শেষ হয়নি

বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি  টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ কাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ছবি : দৈনিক করতোয়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ কাজ পাঁচ বছরেও শেষ হয়নি। গত সরকারের ১শ উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ প্রকল্পের আওতায় দুপচাঁচিয়া উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ১৪ কোটি টাকা দরপত্র মূল্যে নির্মাণকারী প্রতিষ্ঠান জেভি নির্বাচিত হয়। ২০১৯ সালের ৮ আগস্ট কার্যাদেশ প্রাপ্তির পর একই বছরের শেষের দিকে নির্বাচিত ঠিকাদার কাজটি শুরু করেন।

উপজেলা সদরের মাঝিন্দা গ্রামের প্রায় দেড় একর জায়গার উপর ৫তলা একাডেমিক ভবন, ৪তলা বিশিষ্ট ওয়ার্কসপ ভবনসহ আনুসাঙ্গিক কাজ যেমন বাউন্ডারী ওয়াল, গেট, আভ্যন্তরীন রাস্তাসহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ কাজ বাস্তবায়নের জন্য ১৮ মাসের সময় বেঁধে দেওয়া হয়।

নির্বাচিত ঠিকাদারের গড়িমসির কারণে প্রায় ৫ বছর অতিবাহিত হলেও দুপচাঁচিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। এবছর প্রতিষ্ঠানটিতে ভর্তি কার্যক্রম শুরু হলেও শ্রেণিকক্ষ ও প্রশাসনিক ভবনের অভাবে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) এবিষয়ে প্রকল্পটির প্রজেক্ট ম্যানেজার আমিনুল ইসলাম জানান, নির্মাণ সামগ্রীর মুল্যে উদ্ধগতি, কোভিড-১৯সহ বিভিন্ন কারণে বিভিন্ন সময় কাজ ফেলে রাখতে হয়। ফলে প্রকল্পটির নির্মাণ কাজ বিলম্ব হয়েছে। আগামি ৩০ এপ্রিল পর্যন্ত প্রকল্পটির কাজ বাস্তবায়নের সময় বর্ধিত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটির কাজ বাস্তবায়ন করবেন বলেও জানান।

আরও পড়ুন

প্রকল্পটির দায়িত্বে থাকা শিক্ষা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সিহাব উদ্দীন জানান, তিনি আসার পর প্রকল্পটির কাজ বাস্তবায়নের জন্য ঠিকাদারকে তাগাদা দিয়েছেন। গত সপ্তাহে ঠিকাদারের প্রতিনিধিসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। তিনি বর্ধিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে তিনি জানান, ঠিকাদারের গাফিলতির কারণে প্রকল্পটির কাজ বিলম্ব হয়েছে।

এ কারণে হার্ডলাইনে গিয়ে তার কার্যাদেশ বাতিল করা যেত। কিন্তু এতে এই প্রকল্পটির নির্মাণ কাজ অনিশ্চয়তার মধ্যে পড়তো। তাই সময় বৃদ্ধি করে ঠিকাদারের মাধ্যমে কাজটি শেষ করার চেষ্টা অব্যাহত রেখেছেন।

কলেজটির অধ্যক্ষ হারুন অর রশিদ চৌধুরী জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ৩০জন শিক্ষার্থী ইতিমধ্যে ভর্তিও হয়েছে। অবকাঠামো নির্মাণ কাজ শেষ না হওয়ায় শিক্ষার্থী ভর্তি অনিহা সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

একদিন পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা

দিনাজপুরের বিরলে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার

বগুড়ার ধুনটে জমিতে বিষ দিয়ে ফসল নষ্টের অভিযোগ

বগুড়ার শেরপুরে জমে উঠেছে ধান কাটা শ্রমিকের হাট

নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়ায় নিয়োগ বিজ্ঞপ্তি