ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

চাঁদা না দেয়ায় প্রবাসীকে পিটিয়ে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়ায় দাবিকৃত চাঁদা না দেয়ায় কামাল হোসেন চৌকিদার নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কামাল হোসেন চৌকিদার মারা যায়।

আজ বুধবার (২৭ নভেম্বর) পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলে জানান মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

নিহত কামাল হোসেন চৌকিদার (৪৬) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের মৃত. মো. রুস্তুম হাওলাদারের পুত্র। 

নিহত কামালের বোন ফরিদা বেগম জানান, আওয়ামী লীগ করার অপবাদ দিয়ে ২ লাখ টাকা চাঁদার দাবিতে গত শনিবার তার ভাই কালামকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রকাশ্য দিবালোকে সাপলেজা মাছ বাজারে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে ও কাগজে জোর করে স্বাক্ষর নেয়। এ ঘটনায় তার ভাই কামাল  নিজেই বাদি হয়ে সোমবার স্থানীয় বিএনপির নেতা-কর্মী শাহিন শরীফ, আলামিন, কামরুল, মনির হোসেন, মোঃ রুবেলের বিরুদ্ধে সেনাক্যাম্পে লিখিত অভিযোগ দেন। হামলার সময় ৯৯৯ ফোন দিয়েও কোন প্রকার সাড়া পায়নি। পরে ভাইকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সেখানে কামাল মারা যায়। 

আরও পড়ুন


সাপলেজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির খান অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করার জন্য হাইব্রিড বিএনপি উঠে-পরে লেগেছে।


মঠবাড়িয়া সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা মেহেদী হাসান লিখিত অভিযোগের সত্যাতা নিশ্চিত করে বলেন, হামলাকারিদের ডেকে এনে মীমাংসা করার পরামর্শ দেয়া হয়েছিলো।


মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান

নূরের ওপর হামলার ঘটনায় এনসিপির বিক্ষোভ

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান