নিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৪, ০৬:৫১ বিকাল
ট্রাম্প ক্ষমতায় এলেও হাসিনার আসার সুযোগ নেই: মাহমুদুর রহমান
_original_1731069961.jpg)
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
ট্রাম্প ক্ষমতায় এলেও শেখ হাসিনার ক্ষমতায় আসার সুযোগ নেই বলে জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
আজ শুক্রবার (০৮ নভেম্বর) রাজধানীতে গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান বলেন, ট্রাম্প ক্ষমতায় এলেও শেখ হাসিনার ক্ষমতায় আসার সুযোগ নেই। কারণ ক্ষমতার পরিবর্তন হলেও তাদের (আমেরিকা) বিদেশি নীতি পরিবর্তন হয় না।
তিনি বলেন, ভারতের আধিপত্য থেকে আমরা কখনো মুক্ত হতে পারিনি। আমলাদের মধ্যে এখনো ভারতের দোসররা বসে আছে।
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, আবারও ৫ আগস্টের মতো ঐক্য দরকার। শ্রমিক, ছাত্র, তরুণ, সেনাবাহিনীসহ সবার সঙ্গে ঐক্য হতে হবে, যাতে এদেশে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে।
ভারতের আধিপত্য রুখতে এই ঐক্য প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন খালেদা জিয়া সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা।
মন্তব্য করুন