সূচি চূড়ান্ত: ২৮ জানুয়ারি বগুড়ায় আসছেন তারেক রহমান

সূচি চূড়ান্ত: ২৮ জানুয়ারি বগুড়ায় আসছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার : আগামী ২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় বগুড়া আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। 

তিনি জানান, ২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া আসবেন। এদিন তিনি বগুড়া জেলা বিএনপি’র সাথে এক সভায় মিলিত হবেন। পরে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এশার নামাজ ও মসজিদটি পরিদর্শন শেষে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিদর্শন করবেন। বিএনপি’র এই নেতা আরও জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরের দিন ২৯ জানুয়ারি বগুড়া সদর উপজেলার সব কয়েকটি ইউনিয়নের ধানের শীষের পক্ষে নির্বাচনি গণসংযোগ করবেন। এদিন সকালে তিনি এরুলিয়া ইউনিয়ন দিয়ে গণসংযোগ শুরু করে সাবগ্রাম ইউনিয়ন দিয়ে কর্মসূচি শেষ করে গাবতলীর উদ্দেশ্যে রওয়ানা হবেন। 

বগুড়া জেলা বিএনপি সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর পর আগামী ২৮ জানুয়ারি তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে এক নজর দেখার জন্য সবাই অপেক্ষা করছেন।

   উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা অবস্থিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155214