আজ সকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও 

আজ সকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এতে জেলার বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য কম্পন অনুভূত হয়।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যেবক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল ঠাকুরগাঁও জেলা সদর থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি অগভীর ভূমিকম্প ছিল। তবে ভূমিকম্পটির প্রকৃত গভীরতা সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্পের সময় কয়েক সেকেন্ডের জন্য স্পষ্ট ঝাঁকুনি অনুভূত হয়। বিশেষ করে পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার বাসিন্দারা কম্পনটি তুলনামূলক বেশি অনুভব করেছেন। অনেকেই ঘরের আসবাবপত্র কেঁপে ওঠার কথা জানিয়েছেন।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারী গোলাম মোস্তফা জানান, সকাল ৮টা ৩৪ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৩৩১ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে চলতি মাসের ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই দিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয় বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155202