ভাটারায় নতুন বাজারে আগুন, পুড়ল দোকান
রাজধানীর ভাটারা এলাকার একশ’ ফুট সড়ক সংলগ্ন নতুন বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৯টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান ইসলাম সমকালকে বলেন, রাত ৮টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর দ্রুত তিনটি ইউনিট সেখানে যায়। এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি নেভাতে আরও সময় লেগে যায়।
তিনি জানান, মার্কেটের বেশিরভাগ দোকান টিন–কাঠের তৈরি। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। তবে এখনই ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155047