রংপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে মায়ের সাথে ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ হওয়ার পরদিন সিয়াম বাবু নামে ৯ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের বুড়িপুকুর এলাকার ডাঙ্গাপাড়ার গোলাম রব্বানীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় সে মা সাথী বেগমের সাথে স্থানীয় মুচিরহাটে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ হয়। রাতভর অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরদিন শুক্রবার সকালে মা সাথী বেগম বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেন।
বিকেলে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে বাড়ির পাশের একটি মাঠ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/155032